Saturday 22 April 2017

ইচ্ছেমন 

দৌড়ে মন আকাশ তলে একা -ইচ্ছে হঠাৎ বাতাস বয়ে দিল দেখা ,
ব্যাকুল পথে নয়ন --
সাধপূরণে মন আশা -ইচ্ছে পথিক দিশায় দিশা, 
উদাস হৃদয় শিথিল বাঁধন।

কল্পণা মন সূয্যি তারা -ইচ্ছে শ্রমণ  মাধুকরী  ,
বাসনা জ্যোৎস্না মাখা চন্দ্রকলা --
ভাবনা মন ফুল পাখি -উছল  ইচ্ছে দু আঁখি ,
খুশির নদী গলার মালা।

ভারী মন পাহাড় সম -কৈলাসে চিন্তা মগন দেবী ,
নন্দনে পুষ্প চয়ন মন কাছাকাছি -- 
সুখে -দুঃখে মন পাগল -ঝুমকো হয়ে ইচ্ছে দোল ,
আনন্দ মন হিল্লোলে ধুলোয় লুটি।

প্রফুল্ল মন মুক্ত দ্বারে -ইচ্ছে মাতন হৃদয় পুরে , 
বইছে কুলুকুলু অন্তঃপুরে মন তরণী --
ব্যস্ত মন শান্ত হলে -ফিরলে তুমি অঝোরধারে ,
ভাসালে ইচ্ছে মনের উঠোনখানি।   

শ্রান্ত মন অস্থিরতায় -ইচ্ছে নাইবা এলো আলিঙ্গনে ,
জিরিয়ে নেবে কিগো এই ঘরে --
ভালো মন সবই বোঝে -ইচ্ছে অন্ধকারে ঊষা আনে ,
পথের শেষে মনের ইচ্ছে বাঁধবে বাসা অন্তরে।

ইচ্ছে আশায় আশায় বসে -মন সঙ্গী তখন আসন পাতে
দাবদাহের অবসানে ব্যাকুল প্রাণ ---
ইচ্ছে শূন্য হাতে ফেরে -তুমি পূর্ণ করলে তারে ,
অঝোর ঝোরে বৃষ্টি এলে প্রাণে মনে ।