Wednesday 18 April 2018

আমার প্রিয় অরুণিমা দিদি বাংলা শব্দ ও অর্থ খেলায় আমায় ডাক দিয়েছে কোন সকালে। 
সক্কাল সক্কাল ঘুম থেকে উঠেই সাড়া দিচ্ছি দিদি। 
১) করন্ডিকা -খালুই ,চুপড়ি।
২)দর্ভ -কুশ ,কাশ । ৩) চত্বা রিংশি ,চত্বারিংশত্তমী -৪৭ সংখ্যা ,সংখ্যক ,সাত চল্লিশ। 
৪)মাতগুর -ঝোলা গুড়। 
৫)পঞ্জু ড়ি -দুই জুড়ি ও পোয়া (পাশা খেলার দান )
৬)লখলাইন -মাঞ্জা দেওয়া রেশমী সূতো। 
৭)সংশয়াপনোদন -সংশয় দূরী করণ ,দূরী ভবন। 
৮)শুক চষা -সেবা করা ,যত্ন করা। 
৯)রোবাইয়াৎ -চতুষ্পদী কবিতা। 
১০)হুলকে ,চড়কা পারা ,জলুই এবং পক্কাশয় জাত বাত -উঁকি দেওয়া ,ধবধবে সাদা ,পেরেক এবং বাত কম্ম। 
           আমি মৌসুমী ডাক দিলাম তোমাদের এই খেলায় যোগ দিতে---
১)অনিন্দিতা ভট্টাচার্য্য। 
২)সুস্মিতা চক্রবর্তী। 
৩)শান্তনু চ্যাটার্জি।
৪)ঝর্ণা চক্রবর্তী।  
৫)বীণা বোস ।