Wednesday 30 November 2016

কথা 

কথার পরে কথা যখন সাজিয়েছিল মেঘের ঘর -
কথায় -কথায় ঘিরেছিল ঘোর-  মনাকাশ মোর। 

ঝরো -ঝরো কথার ঝড়ে ঝরেছিল বৃষ্টি সুর -
উড়ান ভাসান কথায় কথায় উঠেছিল পদ্য ঝড়। 

কথার সুর কাটলে বুঝি নাই বা থাকে কথার দোসর -
কথায় বাজে সুরের খনক- সুর -সঙ্গম মনের ডোর। 

মুখকথা অনুপস্থিত ,জানান দিল চোখের কথার আড়াআড়ি -
কথা -কথার বন্ধু যখন নিকট হল দূর- দূরী। 

কথায় যারা ভিজেছিলো কথাপাগল সাথে -
খুশিকথা পাল তুলেছে কথার তরঙ্গেতে। 

বেদন যখন বেজেছিল কথা -কথার গ্রন্থিতে -
কথক -কথা জীবন -মরণ মিলন দিগন্তে। 

কথার ঝড় বিষোদ্গার -কথার স্তুপে পাঠাগার -
তপ্ত ললাট বৃষ্টি ছোঁয়ায় -স্নেহ কথা র তোড়। 

ফস্কেকথা ব্যথায় বোঝা -ভারাক্রান্ত এ মনন -
মিষ্টিকথার ডাকে বুঝি এলে ওগো হৃদয় হরণ। 




Sunday 20 November 2016

Rabindranath Tagore in hindi
Gitobitan
Prem Poryay
(9)
KAL RATER BELA GAN ELO MOR MONE...

Kal raatonmay geet aya mere mon may
Tab thhe nehi tum mere saath may.
jo baat chahe kahene tumhe..
beetgaye jibon ankho k anshuo may.
mere wohi baate suron ki angar may..
jwal uthe andhere ki kxhan may.

Tab bhi tum nehi thhe mere saath may.
shoche thhe  aj subah hotehi wo baaten kahe du tumhe.
phoolon ki udashnia khushbu baan k chha gaye ..
panchchio  ki gunj aasmano may baane gunjaishe..
phir bhi wo baat nehi laage sehi sur may..
jitnebhi prayash korlu praan pran rakh k..
jab tum hi thhe mere saath may.


Thursday 17 November 2016

মন 
ভালো -খারাপ  জানা পথের পথিক অজানা -
আঁধার -আলো -চেতন -অবচেতন - কারখানা ,
ভরা কলসের ছলকে পড়া জলের ধারা -
 তুমি ঘাসের আগার শিশির ঘেরা। 

ক্ষণেক হাসা -ক্ষণেক কাঁদা -বাধায় বাঁধা -
গরব হরণ  -লজ্জা মাখা ভালোবাসায় সাধা ,
উদাস হাওয়ার  চলার পথে আনমনা হরবোলা -
বিষাদ ভরা শুকনো মুখে  মনখারাপের বেলা। 

স্মৃতি -বিস্মৃতির রোমন্থনে গল্প গাছা এরা -
একা -একার সঙ্গী ভিড়ে ভিড়লো স্মৃতিরা ,
হিমেল স্রোত বয়ে চলা  শিরায় -উপশিরায় -
সুস্থ অনুভূতি ঝাঁঝ আলতো ছোঁয়ায়।

 আঁকড়ালে ফসকে যাবার অছিলায় -
ভাবনা -রাখব  ভালোর নিশানায় ,
ভাবের ঘরে বসত -অভাবের ঘরে -
সুখ -দুঃখের নাগরদোলা মন কারে। 

বায়ুর চেয়ে বেগবান চঞ্চলা চপলা -
নিষেধ বিধির ধার ধারেনা মনে  কানমলা -
সৃস্টি -ধ্বংসের -বিষ -অমৃতের কারণ -
নিজের হাতে লাগাম দেওয়া  যদি মন। 

এযে দেয়া -নেয়া -মানেনা বারণ -
প্রশ্ন ছিল শুধাও কী -কখন -
কারণ -অকারণ বয়ে যাবার পথিক -
ভালোবাসা -মন মাঝির- তরণী বাওয়ার অধিক। 


Wednesday 9 November 2016

যাও এ বাংলা ঘুরে 

তব নামে হোক বিশ্ব জুড়ে খ্যাতির শিখর -
মাগো তোমার ডোরে বাঁধা রব জীবন ভোর ,
মাটি মিঠে -ভাষা মিঠে মিঠে প্রকৃতি -মিঠে মিঠি সুর -
ঋতুভেদে রূপসী -লাবণ্যময়ী বাজে সুমধুর। 

হেথায় মনের খোরাক -প্রাণের খোরাক পর্যটন -
লালমাটির পথ বরাবর কোপাই -খোয়াই সোনাঝুড়ি বন ,
রবি ঠাকুর ডাক পেরেছে -বিশ্ববাসীর আমন্ত্রণ -
বলেন আশানন্দন শান্তির আলয় এ যে শান্তিনিকেতন। 

নানুর সেথা রজকিনী রামিচণ্ডিদাসের ধাম -
লাভপুরে হাঁসুলিবাঁকের পথে মা ফুল্লরার নাম -
হেথায় আকাশতলে খ্যাপা আউলবাউল সুরে -
নাইরে বিভেদ কেন্দুবিল্বও জয়দেব-বামাখ্যাপারঘরে -

নন্দেশ্বরী  -মামাভাগ্নে -বাদশাজাদী হেলেনা হেতমপুরের বুকে -
বর্গী সাথে লড়ে ঘুমায় সেথা সুখে। 
"দেহি পদ বল্লভ মুদারম ' -ডাকের মাঝে বাঁকুড়ার নাম -
টেরাকোটা-মদনমোহন নৃত্যতালে রাসমঞ্চ ধাম।
যদুভট্ট -রামকিঙ্কর -যামিনী রায় -মোহরের -
জগৎজোড়া নাম। 

বসন্তের বসত হেথায় বারোমাস -
পুরুলিয়া আগুন -ফাগুন পলাশ গান -
হয়তো কোথাও বাঁকের পথে সাঁওতালীমেয়ে -
দুলে দুলে নাচ দেখাবে গান গেয়ে -

রাগ সংগীত -বাউল গীতির সুরে এস নবদ্বীপের ঘরে -
কীর্ত্তন গেয়ে নগর ভ্রমণ সেরে গৌড় এল দ্বারে -
সপ্তসাগর যেথায় যাবে বাইরে -দূরে -
ডাকবে দেখো "এস এস আমার ঘরে ".

আকাশ -বাতাস -মাটি স্নিগ্ধ সহজ গানের সুরে -
সোঁদা মাটির গন্ধে পাগল -ভাঙবে আগল -
বাংলা মায়ের নরম কোলে -হৃদয় দোলে -
ডাক পড়লো কি গো তোমার হৃদয় পুরে ?