Wednesday 9 November 2016

যাও এ বাংলা ঘুরে 

তব নামে হোক বিশ্ব জুড়ে খ্যাতির শিখর -
মাগো তোমার ডোরে বাঁধা রব জীবন ভোর ,
মাটি মিঠে -ভাষা মিঠে মিঠে প্রকৃতি -মিঠে মিঠি সুর -
ঋতুভেদে রূপসী -লাবণ্যময়ী বাজে সুমধুর। 

হেথায় মনের খোরাক -প্রাণের খোরাক পর্যটন -
লালমাটির পথ বরাবর কোপাই -খোয়াই সোনাঝুড়ি বন ,
রবি ঠাকুর ডাক পেরেছে -বিশ্ববাসীর আমন্ত্রণ -
বলেন আশানন্দন শান্তির আলয় এ যে শান্তিনিকেতন। 

নানুর সেথা রজকিনী রামিচণ্ডিদাসের ধাম -
লাভপুরে হাঁসুলিবাঁকের পথে মা ফুল্লরার নাম -
হেথায় আকাশতলে খ্যাপা আউলবাউল সুরে -
নাইরে বিভেদ কেন্দুবিল্বও জয়দেব-বামাখ্যাপারঘরে -

নন্দেশ্বরী  -মামাভাগ্নে -বাদশাজাদী হেলেনা হেতমপুরের বুকে -
বর্গী সাথে লড়ে ঘুমায় সেথা সুখে। 
"দেহি পদ বল্লভ মুদারম ' -ডাকের মাঝে বাঁকুড়ার নাম -
টেরাকোটা-মদনমোহন নৃত্যতালে রাসমঞ্চ ধাম।
যদুভট্ট -রামকিঙ্কর -যামিনী রায় -মোহরের -
জগৎজোড়া নাম। 

বসন্তের বসত হেথায় বারোমাস -
পুরুলিয়া আগুন -ফাগুন পলাশ গান -
হয়তো কোথাও বাঁকের পথে সাঁওতালীমেয়ে -
দুলে দুলে নাচ দেখাবে গান গেয়ে -

রাগ সংগীত -বাউল গীতির সুরে এস নবদ্বীপের ঘরে -
কীর্ত্তন গেয়ে নগর ভ্রমণ সেরে গৌড় এল দ্বারে -
সপ্তসাগর যেথায় যাবে বাইরে -দূরে -
ডাকবে দেখো "এস এস আমার ঘরে ".

আকাশ -বাতাস -মাটি স্নিগ্ধ সহজ গানের সুরে -
সোঁদা মাটির গন্ধে পাগল -ভাঙবে আগল -
বাংলা মায়ের নরম কোলে -হৃদয় দোলে -
ডাক পড়লো কি গো তোমার হৃদয় পুরে ? 





No comments:

Post a Comment