Wednesday 31 August 2016

ভাইরে 

মনে পড়ে ?
ছেলেবেলায় -ভাইবোন মিলে 
মুক্ত বাতাস নিতেম লুটেপুটে ,
আনন্দ -খেলা ,গোলবাঁধানো বেলা -
কলরবের হাটে। 
পরক্ষনেই মধুরমিলন হুল্লোড় উল্লাস ,
ধ্বনিল গৃহের পথ -ঘাট। 

নিমেষতরে ভুলেই কে বড় -ছোট ,
শিশুমন বাঁধনহীন --
বড়ো হবার অচেতন হৃদস্পন্দন 
মন আরব বেদুইন --

পড়ার সময় তাকাস বাহিরপানে -
আকাশ -পাখি -ফুল -
দেখিস মনে ,ভাবিস 
এ সব কী ভুল ?

গলা ভাঁজতিস সুরে সুরে মজা ভরে 
আজও বাজে সুমধুর। 
প্রলয় -তিমির বন্দি বিষণ্ণ -ভগ্ন হৃদয় -
হঠাৎ ছন্দপতন। 
দূর দিগন্ত খুঁজি -নিশীথ সমীরণ -
হারায় ক্ষনে খন। 

নিদ্রা অলস আঁখি -চোখের কোলে জল 
সে কী বড় হওয়ার ফল ?
দেখি -শুনি জগতে ,বইছে নতুন হাওয়া 
পরে এসে আগে চলে যাওয়া --

মহাপ্রাণ -সাগর মাঝে উদ্দাম -
আনন্দময় তরী বাওয় --
অপলক ব্রহ্মান্ড -দূর মধ্যাহ্নে 
তোকে চাওয়া -
হৃদয় চায়না বড়ো হতে ,
থেকে যেত সকল 
চাওয়া -পাওযা। 

এই যেসব হিসেব মাঝে 
যোগ বিয়োগের অঙ্ক ছলে 
তুইসকল  মাঝে। 

Sunday 28 August 2016

জন মাধ্যম
#মৌসুমী রায়
হরেক নামের মধুর টানে ,
কত রঙ্গ দেখাও দুনিয়ায়। 
মিডিয়া ?
ঘ্যানর ঘ্যানর হতে   শুদ্ধিকরণ দানে , 
যুব   সমাজ   তোমার  গঠন চায়। 

 প্রশ্ন , কেন বিজ্ঞাপন মুখঢাকে অশ্ল্লীলতা, 
 বড় ,মেজো, ছোট  বেলা মজে কপটতা। 
 বেলা  অবেলা বিপন্ন, লেকলুইজি গলে ঢালে ,
সুস্থ  জীবন এর  খোঁজ  নাহি পেলে ?

 বিজ্ঞাপণে ভোগ্য পণ্য মেয়ে ,  দেবতা পুরুষ বেলা ,
ধারাবাহিক উঁচুগলা অসংযোগ ছলা কলা। 
 টেবিল চাপড়ে যোগের বেশি বিয়োগ আলোচনা,
গঠনে বন্ধনে জাগাও আনমনা  মনের  সাধনা। 

না নিষেধ ,না শাসন ছুটছে ধরতে  পোকেমন ,
 কেউ তো বলো ,তফাৎ যাও সব মিথ্যা কথন।
ধারাবাহিক চিত্র প্রদর্শন ; হোক সমাজ কারিগর ,
দূর হটাও , ষড়যন্ত্র সাহস নামে বাচাল যাদুকর। 

 শুদ্ধ সত্তা , মেধা  বৃদ্ধি , দুঃখী গরীব ,নাই কি  প্রয়োজন ,
 নারী কলহ ,পাটপাট সজ্জা  কেবল  সমাজ নিধন। 
 প্রদর্শনে ছুটতে গিয়ে হোঁচট    বোকা বাক্সের চাষে ,
শিরদাঁড়া বাঁকাও কেন  মোহের অক্টোপাসে। 

 সমাজ  গড় ,শিরদাঁড়া শক্ত সোজা করে দাও ,
 মিডিয়া মানুষ হওয়ার পথের    দায় নাও।
  সাহিত্যে ফিরিয়ে দাও  , চটুল কলম চর্চা ফেলো ,
নবীন সমাজ গঠন করার তৃতীয় নয়ন মেলো।

Saturday 20 August 2016

bristi jodi ele

বৃষ্টি যদি এলে ---

টিপটিপ পায়ে বৃষ্টি যখন এলে -
  সুর ভরিয়ে ঘর -বারান্দাতে। 
ঝমাঝম শব্দ ভাঁড়ে মিঠাস ভোরে ,
শুধায় ,কাল যে বড় মেঘ হওনি ?
আসনি সাদা -কালো আকাশজুড়ে ?
বন্ধু হাওয়া উলট পালট করে ,
তাও বহেনি ,বুঝব কেমন তরে। 


জানোনা বুঝি আসছি সিন্ধু -
দীপা -সাক্ষী সাথী করে। 
কি যে দেব জুঁই -কদম ফুল -
তোমার ঝাপট সব পড়েছে ঝরে। 
মাধবী তো মন খারাপে ব্যস্ত ,
জল মেশা গন্ধ না ঢালতে ত্রস্ত। 

দুস্টু -সব নিয়েছ চাল -ডাল -আলু ,
ইলিশ -বেগুন কাবু। 
আসবে যখন বলে -কয়ে এস কেমন ,
সোনা -মেয়েরা এলে জুড়োয় প্রাণ -মন। 

Wednesday 17 August 2016

দীপা 

দীপাদের দীপ -ভারত মাতার সন্ধ্যাবাতি ,
ভারতীয় ত্রিপুরেশ্বরী বাঙালি। 

অলিম্পিক্স মঞ্চে ত্রিরঙ্গা পতাকা ,
নয়ন জুড়ায় তোমাদের মতো কন্যারা। 

চোখ জুড়ানো ভল্ট -মুখ জুড়ে হাসি ,
যেথা মৃত্যু হাতছানি ব্রহ্মাস্ত্র এটি। 

প্রদুনোভা আকাশ ছোঁয়া চেষ্টা ,
মুহুর্মুহু নাম ঝলকের রেশ টা। 

আন্তর্জাতিক -জাতীয় পদক সাতাত্তর ,
জিমন্যাস্টিক্স সাতষট্টি স্বর্ণ মোড়ক। 

পড়ালেখা -খেলায় পারদর্শী ,
দেশের গর্ব -গল্প তুমি হৃদয় স্পর্শী। 








Monday 15 August 2016

bishu kaka--

বিশু কাকা 

নীল আকাশ মোড়া -পুকুর -বিল -ডোবা গ্রাম ,
নাও কোটি --প্রণাম। 
কত ব্যথা -কথা ভেজা আঁখি ,
ফিরব নতুন হয় জন্ম যদি। 

এ গাঁয়ের বিশু কাকা -খাটতো সকাল সাঁঝ একা ,
পান্তা -নুন -লংকা পুঁটলি ভরে ,
প্রাতঃরাশ হত অবসরে। 
কাঁধে লাঙ্গল সঙ্গী বলদ জোড়া ,
হেই -হেই -হ্যাট হ্যাট ,হাতে বিড়ি ধরা। 

দিনের শেষে ফিরত ঘরে হাসি মুখে ,
কাঠের জ্বালে উনুন পরে ,
খুড়ি চাল দিয়েছে মাটির হাঁড়ি ভরে ,
ছেলে -মেয়ে মাছ এনেছে গামছা ছেঁকে। 

কুড়ো বাড়া শাক -মাছের অম্বল ,
খাবার এটাই সম্বল ,
একবেলা পেটভরা -অন্য সেথা উপোস ,
অতিথিরে এগিয়ে দেয় জল -মুড়ি এক বারকোষ। 

ভালোবাসায় ভরা হৃদয় -আপ্যায়ন ,
মাটির ঘর কুপির আলো ঘটতো নিত্য জোছন। 
হিসেবে -নিকেষ -পড়া লেখা জানে না সে ,
স্নেহে লেখা আখর ভরা যে। 

নিত্য দিনের অভাব -ব্যাপ্তি জীবন ভর ,
মন ছিল স্বচ্ছ কাঁচের ঘর। 
ভালো লাগে খুঁজতে শহরের চিলতে আকাশ জুড়ে -
ফিরে এলে তুমি জেনো -শ্রদ্ধা-প্রণাম দুই করে।  

Saturday 6 August 2016

শ্রাবণে ---

আজ কে শ্রাবণ ঘরে আমার -ও 
নিত্য আসা যাওয়া মাঝে ,
জানি তোমায় মনের মতো। 

মোহো -মায়া ভুলে আছি ,
না পাওয়ার হিসেব করে -
প্রতিবেদন -বেদন ভারে। 

জানা -অজানা তোমার সঙ্গ বাস ,
সকাল -সাঁঝ -নিশীথ রাত ,
তোমার নিয়ে ,দিই তোমায় এ দাস ,

অরূপ তোমায় হারায় হৃদয় ,
নীরব মনন তব প্রেমময় ---
শান্তি -শান্তি খুঁজে বেড়ায় ,
এলে ফিরে -বাণী ও সুরমূর্ছনায়।