Thursday 28 July 2016

manus hao

শেষের নেশা 
ভুবন তো আজও হল কাঙাল ,
দেখতে পেলে কি নিঠুর। 

পরিবর্তন জালে কুয়াশায় মন যখন ,
মানব সমাজ আজ বিফল আতুর। 
আমার ছিল ছোট ঘর -যৌথ পরিবার ,
ঠাকুমা দাদু -পিসি -জেঠু -দিদা -মামা -কাকা ,
ভাই -বোন হীন ইলেক্ট্রন -নিউট্রন -প্রোটন --
একা একা দিন্ যাপন। 

আমার বেলা ঠাকুমার ঝুলি -বুড়ো আংলা -গল্প দাদুর আসর ,
তোমার দেখি হারি পটার -ডোরেমন -পোকেমন -মোটু পাতলু কদর। 

আমার বড়ো হওয়া মেঝে বসে খাওয়া ,
তোমার তো টেবিল চেয়ার --
হাতের বদল কাঁটা চামচ ছোঁয়া। 

আমার বায়না লেবেঞ্চুস -বিস্কুট ,
ভাগা ভাগি ভাই বোন হুজ্জুত। 
তোমার বেলা পিৎজা -কোল্ড ড্রিংক ,
সঙ্গী আবার ফেসবুক -অর্কুট। 

আমার পুজো দোকান ঘুরে -
নতুন জামার গন্ধে ভোরে ,
তোমার এ সব কিছু ফ্লিপকার্ট অর্ডার করে। 

স্পর্শে অনুভূতি আমার ভালোবাসা ,
মাটির কাছে থাকতে চাওয়া ,
গাঁজা -মদের নেশায় ডুবে ---
চট জলদি আকাশ ছোঁয়া। 

আমার সকল খারাপ -ভালোয় মেশা --
তোমার যেন ভালোর চেয়ে খারাপ বেশি ,
দায় বর্তায় বাবা -মা এর বাড়াবাড়ি ---
তাই -ই কি দাদু -ঠাকুমা বৃদ্ধাশ্রম বাসি 

আমার জন্মদিন কাটত পায়েস -দীপ -ধুপ জ্বেলে ,
তোমার কাটে বন্ধু -কেক -মদ দিয়ে। 

আমার নেশা বই গল্প গাথা গানঘেরা ,
তোমার বেলা ভিডিও গেম কার্টুন  দিয়ে মোড়া। 

ভাবার নেই সময় চোখে মোহের ধাঁধা ,
নেশার বেশে ফিরছে মোহো মায়া। 

এবার সময় ভাবার নইলে ,
নেশার ছোবল ঘেরি অক্টোপাশে আঁটা। 

তোমার -আমার অঙ্গীকার --
জীবন বাঁচাও মানুষ হও আবার। 

Tuesday 12 July 2016

Smriti

গুণ
#মৌসুমী রায় 
মা বলে যখন  
আয়রে  কাছে ;
আয়রে  মেয়ে,
 শুনবি তবে যদি ,
তুই কেমন  গুণের নিধি?

 মেয়ে শুধাই ,
মানে কি গো - গুণ  ?
সে  কী ?ধনুক -তীর-এর তূণ !
মা বলে ,শুধাও  গিয়ে,
 তোমার যা ইচ্ছে তাঁকে।
এক পলকে মেয়ে ,
ছুট্টে পিপল গাছ তলে -
গুণ -এর অর্থ এক্ষুণি  দাও বলে;
পিপল বলে,
 "জানতে তবে -
যাও বকুল গাছের দলে; 
আনো যদি গন্ধে ভরা ফুল ,
অর্থটি বলব বিলকুল"। 
---
"বকুল ফুল দাও না কিছু ফুল" ,
"দিতে পারি  তোমায় কত্তো ,
-- বাছা ,আনো কাপাস তুলোর সূতো"। 
---
"কাপাস দাও তো দেখি তুলো তুলে ,
তোমার সুতোয় গাঁথব  মালা ,
বকুল ফুলে"। 
---
সে বলে, 
"দেব ক্ষণ;
একটু বোসো, বোন। 
যাও তো দেখি  নীল আকাশের নীচে ,
নদীর পাড়ে কাশের দলে --
কাশের গুচ্ছ এনে দিলে  ,
পাবেই তবে ,
মনে রেখো প্রতিপলে"। 
---
অরুণ আলো মেখে কাশের দল ,
অকারণ চঞ্চল --
শুনে বলে,
 "যাব তোমার  সাথে চলে ,
শরৎ কে আসতে বল তবে"। 
---
সকল শুনে শরৎ  বলে,
" এমন কি আর কথা...
তোমার  আমি সাথী ,
চলো সেথা"। 
---
শরৎ এলো ,কাশের দলে । 
নদীর জলে নেয়ে- 
কাশ ফুল  পেল ,
পেলব-কাপাস-বনে  ।
---
কাপাস দিল সুতো ,
সূতো পেযে মেয়ে ,
ছুটল বকুল বনে ,
বকুল মালা  গেঁথে ,
মেয়ের আকুল মনে।
মালা দিলো পিপল গাছের গলে ,
 কথা রাখার ,
স্বরণ ,স্মৃতি একেই বলে।
পিপল গাছের তলে ,
মা কোলে নিয়ে ,
"তোমার মতোই তুমি ...
তুমি আমার ,
গুণের র শিরোমনি। "----  








Saturday 9 July 2016

Dharmabotar

ধর্মাবতার
#মৌসুমী রায় 

সত্য উবাচ অগ্নি কন্যা দ্রৌপদী ---
পিতা অপমানে ,প্রতিশোধ পথে 
পঞ্চপান্ডব এ  নীতির  বিবাহ রচি।

স্পৃহা দ্রোণাচার্য নিধনে ,
লালন রন্ধ্রে রন্ধ্রে প্রতিক্ষণ। 
সয়ম্বরে প্রথম  ভালোবাসা কর্ণ ,
সূর্য সম তেজ ,যোগ্যতায় দ্রোণ। 
মন মস্তিষ্কে শান সূতপুত্র
কর্ণে ,
স্বীকার যাই ,কর্তব্যে বিবাহ অর্জুনে। 

রাধা সূতপুত্র কৌরব  গত প্রাণ ,
বস্ত্র হরণ এ তাপ অনুতাপ হীন ,
সম্মতি কাপুরুষোচিত  অনুক্ষণ। 

প্রথম প্রেমে তখনও অবিচল মন ,
সত্য কথনে প্রতিষ্ঠিত একজন সে ?
মধ্যম ও যে  ,রূপহীন  ভীম। 
দোলাচলে স্থির অর্জুনে ,
অহংকার অভিমানে পরিবর্তন। 

ন্যায়অন্যায়এ মৌন কুন্তী,
 মুখর পাঞ্চালী র স্তব্ধ কলকল্লোল , 
পঞ্চ পাণ্ডব নিরাপদ অঞ্চল  ।
ভালোবাসি তোমায়   শুধু অর্জুন,
বন্ধক বাজিতে আমার আকুলি ব্যাকুলি , 
জেনেও নির্বাক সভা মন্ডলী।

চিত্র গুপ্ত সভায় সত্য অঙ্গীকার কৃষ্ণার ,
মিনতী  শুনতে পায়নি ভীষ্মদেব, 
ঘৃণা ,যুধিষ্ঠির -ভীম -অর্জুন -নকুল -সহদেব। 
মনের কোণে আজও ভালোলাগায়  কর্ণ ,পুত্র পৃথার।

 শুনুন ধর্মাবতার ,

পিতার অপমান এ  মন ,
শৈশব হতে  লালন।
অপমান ,অভিমান ,লাঞ্ছনা ,বেদনা ,
কর্ণের প্রতি অবহেলা অপমান , 
 যুদ্ধের আপামোর কারণ।
-----------



Saturday 2 July 2016

labon e jibon

লবন -ই প্রেম 

লবন -নমক -নুন ,
জিভে দিলেই বাছা -
গাইতে হবে গুণ। 

ব্যঞ্জন -সমৃদ্ধ পরিবার ,
গৃহস্থ -ভাতের চাল 
সেদ্ধ -আধসেদ্ধ না গলা ,
পরিবার তার নিয়মে চলা। 

সবজি -পাতি ,টাটকা বাসি ,
এঁরা পতি -পত্নী। 

তেল ,ঝাল -মিষ্টি রন্ধনে 
গৃহ সদস্য -স্পন্দনে। 

সর্বোপরি 'প্রেম 'লবন -
বেশি কম এ ঘটে আস্বাদন ,
আশা -ভরসা -
স্বাদে -সাধে এ জীবন। 
লবন যেথা প্রেম ----
জীবনের কাঁচা হেম।