Saturday 2 July 2016

labon e jibon

লবন -ই প্রেম 

লবন -নমক -নুন ,
জিভে দিলেই বাছা -
গাইতে হবে গুণ। 

ব্যঞ্জন -সমৃদ্ধ পরিবার ,
গৃহস্থ -ভাতের চাল 
সেদ্ধ -আধসেদ্ধ না গলা ,
পরিবার তার নিয়মে চলা। 

সবজি -পাতি ,টাটকা বাসি ,
এঁরা পতি -পত্নী। 

তেল ,ঝাল -মিষ্টি রন্ধনে 
গৃহ সদস্য -স্পন্দনে। 

সর্বোপরি 'প্রেম 'লবন -
বেশি কম এ ঘটে আস্বাদন ,
আশা -ভরসা -
স্বাদে -সাধে এ জীবন। 
লবন যেথা প্রেম ----
জীবনের কাঁচা হেম। 

No comments:

Post a Comment