Wednesday 26 October 2016

Rabindranath Tagore in Hindi
premporyay
Gitobitan..
...34...
Valobese sokhi nivrite jotone ...

prem deke sakkhi yatan kar k-mere naam likkho tumhare hridoi ki monmondir may-
mere man may jo sangeet gunj rahe hay-
usiki taal-chhand sikkh k-tumhare payel ki jhankar may bandh k rakkho..
pyar may vula k mere bolte hue panchhi ko rakkho -
tumhare ghar ki angan may-
yaad kor k sakkhi baandh rakkho mere haath ki rakkhi -
tumhare haathon ki kangan may-
mere perh ki ek kali vula sehi utha k rakkho -
tumhari kabari ki banddhan may-
mere yadon may ye suv sindur shringer karo-
tumhare lalat ki bindu may-
mere hridoi ki kamna -madhur baten ang may lyptayon -
jayshe fulon ki  kkhushbu  may-
yea mere chanchal man jibit rahe -na rahe-
chupa k rakkho tumhare vaali vaati garab ki hridai may.

Tuesday 25 October 2016

নাচনি 

"মনে করি মনস্তাপ -জলে নাহি দিব ঝাঁপ -
বঁধু আছে নদী পাড়ে -কেমনে দেখিব তারে -"
নাম না জানা -কেমনে ডাকি আজ -
ঝুমুর তালে না ফুঁকেও বাঁশি সুরে বাজ। 

 মোদের নাম যে  নেচে -গেয়ে 'নাচনি '-
পুরুলিয়ার পলাশ বনের আগুন রাগিণী। 
অভাব মোদের নিত্য সাথী -পণ দানে অক্ষমতায়-
লোকে বলে -বলে গো অরক্ষণীয়া। 

ঝুমুর তালে -মাদল বাজে নাচের তালে তাল -
অঙ্গ দোলে -দুঃখী মনের সঙ্গী রসিক  লাল। 
রসিক সাঙাত -সতীন ঘরে বাসী। 
ঘর -বাহিরের- যৌবনে  কামের কদর এ রসিক দাসী। 

নাই যে মোদের সন্তান -সম্পত্তি -স্বামী অধিকার -
সিন্ধুবালা নাচনির ঠাঁই রাজা চাঁপা মাহাতোর ঘর। 
নই গো মোরা মা -মেয়ে -ঘরণী -
গিরগিটির বিষম জ্বালা ,যে নাচনি। 

অখ্যাত রীতা -সন্ধ্যা -বিমলা -হাজারি -
মরণের ওপাড়ে অস্পৃশ্য -অচ্ছুৎ পায়ে বাঁধা দড়ি। 
আত্মজা খাওয়াসিং ডাকে সর্ব জন -
নাই সম্মানের কদর আয়োজন।

বাংলা সংস্কৃতির অবাঞ্চিতা অনাম্নী মালাবতী -
মরণ পরে পেলে যে পুত্র গঙ্গাধরের মুখাগ্নি স্বীকৃতি। 
কাল ছিল গাছের ডালে শুধুই রুখা -শুখায় ,
আশায় বাঁচে নাচনি আজ ডাল ভরবে পাতা -লতায়।  


,





Saturday 22 October 2016

Rabindranath tagore in hindi..
puja poryay
Aamar milon lagi tumi aaschho kobe theke..
Geetobitan ..128....

Mere milan k liye tum kab arehen!
tumhara chand-suraj--tumhe kanha rakkhe chhupaye?
purana jamane se sanjh-sabere..
tumhare charan dhwani jhankare...
wo moshiha antar may mujhe bula k gaye-
wo ajnabi aj mere hridoi may chhagaye..
bich-bich may anond--jayse kanp-kanp k uthi..
jayse aj waqt aagaye..
mere sab kam -kaj kkhatam huye..
hawa aye wo maharaj ki suganddhi chhagaye...


-----avari hun mai maa -masi -bohen se.---

Wednesday 19 October 2016

মানবী 

হঠাৎ ভেসে আসা হারিয়ে যাওয়া ধন নহি -নহি উড়ে এসে জুড়ে বসা -
যাবার তরে উদগ্রীব অতিথি নহি -নহি বদ্ধ পুষ্করিণীর জল -
সমুদ্র তরঙ্গের তীরে এসে ভেঙে যাওয়া -ছিন্নভিন্ন জলকণা নহি -
নহি পাহাড়ের ঢালু পথের উন্মনা পথিক -চড়াই পথের শ্রান্ত -ধ্বস্ত নহি -
নহি পূবালী হাওয়া -নহি দমকা হওয়ার লণ্ডভণ্ড তছনছকারি -
নহি গ্রীষ্মের ভরদুপুরের শুন্যতা -নহি তীব্র দাবদাহের পর পশলা বৃষ্টি -
নহি শীতের হাওয়ায় ঝরে পড়া ঝরা পাতা। 

আমি পথের বন্ধনহীন গ্রন্থি -সীমানা ছাড়ানো রোদ্দুর -
প্রথম ঊষার কিরণ -হেমন্তের শিরশিরানি হিমেল অনুভূতি -
বসন্তের নব পত্রিকা -বনবনান্ত ভরপুর সবুজ -
এখনই হয়নি যাবার বেলা -অশোক -পলাশ -বকুল ফুলের সৃজনী -
মধুর গন্ধেভরা -উঠোন ঘেরা জোছনা মাখা আদর -
চাঁদের বুড়ির চরকা কাটা -চাঁদ মামার স্নেহ ভাসা -
সুয্যিমামার কড়া শাসন -মেঘের বন্ধু মেঘবালিকা -
মায়ের আঁচল ভরা ভালোবাসা -বাবার হৃদয় রতন -
ভাইবোনের খুনসুটির সঙ্গী -
আমি পুরান কালের বিদ্যুতের ঝলকে দেখা হরিশচন্দ্রের শৈব্যা -
আজকের নির্ভয়া -অনাম্নী অঙ্গনা মানবী। 


Saturday 15 October 2016

আমি 

দুর্গা মোদের ঘরের মেয়ে ,সৃস্টি তব দশহাতে -
তোমারমত  নাই বা থাকুক অস্ত্র মোদের এই গৃহে। 
তোমার পূজা অশুভ দলনি -মোদের পূজা নির্যাতনে -
তাই কি মেয়ের ঠাঁই চিতা আগুনে ?

হস্তে তোমার ত্রিশূল -তাই কিভীত  পুরুষ কূল ?
নেবে যদি জ্বলা প্রদীপ -
জ্বালবে তবে কে সন্ধ্যা ধূপ দীপ ?

বিপুল ব্যাকুল উদ্ভাবনী -জ্ঞান অঞ্জন শালাকায় -
আশায় উন্মিলীত নেত্র যুগল। 
চলে যাওয়ার বিপুল ক্ষতির সম্ভাবনায় -
জাগে না কি তোমার মতি ?

চলার পথে -পথের ধারে ফোটা  হরেক ফুল -
তৃণাদপিসুনীচেন অমানিনা মানদেন -
ভাবলে তুমি দলতে না কি এদূর্ব্বা  কোমল ?

ভেবে ভেবে মুদে আঁখি- মনের ঘাটে বসে থাকি -
পথের দিশা দাও এবারে -
তোমার শক্তিভক্তি  ভরে -দাও দেখি এ নারীরে -
পূর্ণ করো শূন্য হৃদয় -
সৃষ্টি ধারক- জননী বসুন্ধরারে। 


Monday 3 October 2016

আসছি 

অশ্বিনের ঊষা ছড়ায় সোনা কিরণ -
ঘাসের শিশিরকণা ধোয়ায় যুগল চরণ। 

শিউলি বাসে বাসে নীলাকাশ মধুময় -
পদ্মবনে ঘুরেঘুরে ভ্রমর কথা কয়। 

মা আসছে লক্ষী -সরস্বতী -কার্তিক নিয়ে -
গণেশ ?সে তো গেছে  কবেই  আগ বাড়িয়ে। 

মেয়েরা আমার যাবে , নিরাপত্তার ব্যাপারে -
অঘটন না ঘটে-- যাব মোটে চারদিন বাপের ঘরে। 



শেফালী কান পেতেছে চারণধ্বনি শুনে -
অসুর -সে তো পা ফেলেছে গুনেগুনে। 

বলে ,মা গো ত্রিশূল আঘাত কোরো আলগা কোরে -
হৃদয় ব্যামো আছে ,জানো তো বুক ধড়ফড়ে। 

সন্তানস্নেহে মাগো মামা বাড়িতে আদর -ভালোবেসো -
দুষ্টুমি ?আর করব না মা কানমুলছি একশত। 

তৈরী সবাই ? উবের এলো চলে  -
জল -খাবার -দাবার নিয়েছি ,বেরোয় দুগ্গা -দুগ্গা বোলে।