Saturday 15 October 2016

আমি 

দুর্গা মোদের ঘরের মেয়ে ,সৃস্টি তব দশহাতে -
তোমারমত  নাই বা থাকুক অস্ত্র মোদের এই গৃহে। 
তোমার পূজা অশুভ দলনি -মোদের পূজা নির্যাতনে -
তাই কি মেয়ের ঠাঁই চিতা আগুনে ?

হস্তে তোমার ত্রিশূল -তাই কিভীত  পুরুষ কূল ?
নেবে যদি জ্বলা প্রদীপ -
জ্বালবে তবে কে সন্ধ্যা ধূপ দীপ ?

বিপুল ব্যাকুল উদ্ভাবনী -জ্ঞান অঞ্জন শালাকায় -
আশায় উন্মিলীত নেত্র যুগল। 
চলে যাওয়ার বিপুল ক্ষতির সম্ভাবনায় -
জাগে না কি তোমার মতি ?

চলার পথে -পথের ধারে ফোটা  হরেক ফুল -
তৃণাদপিসুনীচেন অমানিনা মানদেন -
ভাবলে তুমি দলতে না কি এদূর্ব্বা  কোমল ?

ভেবে ভেবে মুদে আঁখি- মনের ঘাটে বসে থাকি -
পথের দিশা দাও এবারে -
তোমার শক্তিভক্তি  ভরে -দাও দেখি এ নারীরে -
পূর্ণ করো শূন্য হৃদয় -
সৃষ্টি ধারক- জননী বসুন্ধরারে। 


No comments:

Post a Comment