Monday 3 October 2016

আসছি 

অশ্বিনের ঊষা ছড়ায় সোনা কিরণ -
ঘাসের শিশিরকণা ধোয়ায় যুগল চরণ। 

শিউলি বাসে বাসে নীলাকাশ মধুময় -
পদ্মবনে ঘুরেঘুরে ভ্রমর কথা কয়। 

মা আসছে লক্ষী -সরস্বতী -কার্তিক নিয়ে -
গণেশ ?সে তো গেছে  কবেই  আগ বাড়িয়ে। 

মেয়েরা আমার যাবে , নিরাপত্তার ব্যাপারে -
অঘটন না ঘটে-- যাব মোটে চারদিন বাপের ঘরে। 



শেফালী কান পেতেছে চারণধ্বনি শুনে -
অসুর -সে তো পা ফেলেছে গুনেগুনে। 

বলে ,মা গো ত্রিশূল আঘাত কোরো আলগা কোরে -
হৃদয় ব্যামো আছে ,জানো তো বুক ধড়ফড়ে। 

সন্তানস্নেহে মাগো মামা বাড়িতে আদর -ভালোবেসো -
দুষ্টুমি ?আর করব না মা কানমুলছি একশত। 

তৈরী সবাই ? উবের এলো চলে  -
জল -খাবার -দাবার নিয়েছি ,বেরোয় দুগ্গা -দুগ্গা বোলে। 


No comments:

Post a Comment