Thursday 22 September 2016

এস গো মা
#মৌসুমী রায় 

আকাশ আজও একই আছে যেমন  ছিল শৈশবে ,
শরৎ এল নীল আকাশে  মুঠো খুশীর  উৎসবে। 
অগোছালো   অকারণে  দুষ্টু মেঘের ঢলে  ,
  ঐ  নবীন তরীর পালে মধুর বায়ে   ভেসে চলে ।

মেঘের  পরে মেঘ সাজিয়ে মন   অবয়ব গড়ে ,
হাঁক পেড়েছে ওধার হতে ,মা এল যে দ্বারে। 
কুঁড়েঘর ,দালান সাজাও গোছাও মনের  আহ্বলাদে ,
অরূপ রতন ,করো যতন মধুর মিষ্টি মৌতাতে। 

গায়ে মেখে  সোনা রং , ফুলেল সাজে   সুন্দরী ,
শরৎ শোভায়   এল,   মন মোহিনী  দিগম্বরী। 
আসছে উমা  মায়ের  ঘরে শান্তি  ধ্বজা উড়িয়ে ,
 তরী বেয়ে   নীলকণ্ঠ  এলো  আগাম খবর  নিয়ে। 

 বাজলো যবে  আলোর বেণু পুজোর ঢাকের তালে ,
  শিউলি   আবার    পথ সাজালে  নিজ  তরু তলে। 
অপরাজিতা,পদ্ম ,  হর গৌরী ব্যাকুল   আয়োজনে , 
কাশের বনে  ভ্রমর  গুনগুনিয়ে  আগমণী তানে। 

 চন্ডী পাঠে  শরৎ শশী র জ্যোৎসনা মাখা আদর,
বোধন হলো  মা   এলো ,  ঘন্টা -কাঁসর বাজে চারি ধার ।
পুজো পুজো গন্ধে ভরে ওঠে আকাশ বাতাস ময় ,
সবার  মুখে চোখে খুশীর সাজে ভরল হৃদয়।

আমার দুর্গা তোমার দুর্গা ভিন্ন কেন  করো  ,
 তোমায় আমি পেয়েছি বলে মিছে লাজেই মোরো। 
    সুধীজন রক্ষা করো   তোমার আমার    দুর্গা নামে , 
"অ্যাসিড "ঝলসে   " দামিনী " যেন না হয় দেখো ধরা ধামে।  

No comments:

Post a Comment