Monday 12 September 2016

kemon achho

কেমন আছ 

স্বাধীনতা শুধাই যবে ,আছ কেমন ? এসেছি বছর সত্তর -জানা হয়নি কোনো উত্তর ,
ভাল নেই মন -যা চেয়েছিলাম পাইনি এখন ও সর্বজনের সুযোগের সদুত্তর।
আবাল -বৃদ্ধ -বণিতা গর্বিত না আশে ,সু -চেয়ে দু :বিরাজে -আফসোসে।
হেথা নাই সর্বজনের খাদ্য --বাসস্থান -সমাজ বিদ্ধ দারিদ্রে শিকল পাশে।

নারী ,নাবালিকা -সাবালিকা পিশাচের লালসা শিকার -অন্ধ নিয়ম বিচারে ,
গর্ভবতী বধুর ঠাঁই নেই হাসপাতলে -শ্বশুর কাঁধে ছোটে চিকিৎসা দ্বারে।
স্ত্রীর নিথর দেহ ঘাড়ে নিয়ে পথ চলে সাথে মা হারা মেয়ে --
এ যাতনা চলেছে আবহমান কাল ধরে -বিচার না পেয়ে।

সময় -অসময়ে মন চাই দিয়ে কাস্তেতে শান ,যেটুক হারালো -
জীবনের সুখস্মৃতি থেকে -দুর্যোগের ভনভনে মাছিগুলো -
সব জঞ্জাল সাফ করে ফেলে দি ডাস্টবিনে -
থাকে যেন সকলি সুখস্মৃতি লতা অঙ্কনে।

স্বাধীনতা নয় শুধু ধনীর অধীনে -
তোমার আমার অর্জনে -আস্থাভাজনে।
হৃদয়হীন তুমি চলে যাও --এসোনা হেথা কভু ,
ভয় হয় আকাশ -আলো কেড়ে নাও যদি ,
স্মৃতি -মেধা -ধৃতি সাথী বহমান নদী।

শুধু চাওয়া- দরিদ্র করোনা মোদের -নারী অহংকারে
আগামীর স্বাধীনতা আশ নিয়ে হাঁটছি --বহুদূরে।
সমাজ আনবে স্বাধীনতা সেইদিন -আসবে যেদিন সাম্য রসায়ন -
এককলম লেখার মধ্যি -থাকবে স্বাধীনতার আস্বাদন।




,

No comments:

Post a Comment