Saturday 17 September 2016

অভিমানী 
#মৌসুমী রায়

শিউলি কেন  ,অভিমানে হৃদয় ভরালে 
নিশীথে আসা -যাওয়া , তোমার প্রভাত তরুতলে। 
তোমার পারিজাতের  শোভা - নাদেখা ,মাদকতা ,
একটু ছোঁয়া  ,না ছোঁয়া খেলায় চপলতা। 

মধুর শরৎ  মউ নিশি সুগন্ধ ঢালো -
নিকষ নভে জোৎস্না মাখা  আলো। 
থরে থরে মেঘের মাঝে ,কখনও বা  বৃষ্টি পড়ে ,
ইচ্ছে ডাকে  এপার ওপার  , তোমার রঙিন সঙ্গ ধরে । 

সোনা রোদ আকাশ ঝলোমলো  -,স্নেহ ভরা  কোল,
 ওই দেখো ,চাঁপা আহ্লাদে দেয় দোল। 
আকাশ পানে সকল , ঘাড় বাঁকিয়ে ওরা  -
খেলে   দিনের রবি , শুধু তুমি ছাড়া। 

কাশের দল দোলে ,উলট পালট  হাওয়ার তালে -
শুধু তুমি দোল খাওনা  কেন  গো ঐ দোলে। 
ক্ষণের সাথী অপরাজিতা  ,সেও তো পাল তোলে ?
বাইছে তরী  নাবিক নামে আকাশ তলে  তলে। 

রাতের বেলায় গন্ধে তোমার , বিভোর  মাতলামি ,
সু বাস ,লুটে নেয় প্রেমিক নয়ন -মনন লোভি। 
নম্র শরতে  তোমার বাসা ,মেদুর নিশিগন্ধা -পূজায়  -
দিন গুনছে দেখো তোমায় দেখার  আশায়।

ক্ষনিকের সাথী মিষ্টি মেয়ে , মুগ্ধ ওগো আমি ,  
তোমার ছোঁয়া, রাখবে   যতন এ অনাম্নী।
রাগ করোনা লক্ষী ,আমার অধনের ধন ,
আঁচল পেতে রইবো বসে ,ভাঙো অভিমানী মন। 

No comments:

Post a Comment