Friday 24 June 2016

upekkhita

উপেক্ষা 

কাব্যে উপেক্ষিত নারী ,নর 
অগোচর নিরন্তর, 
সীতা ভগিনী ,লক্ষণ অর্ধাঙ্গিনী, 
পরিচয় মোর অনাম্নী ।
মনের মাঝে বসত ,
একাকী বসন্ত চতুর্দশ ।
উথাল পাথাল ,ক্রন্দন ক্ষত ,
দ্বেষ বিদ্বেষ ছন্দ রত।,
অভিমান ,পারেনি বলতে 
সাত পাকে বাঁধা ভালো মন্দে ,
পারেনি বলতে ভালো বাসি ;
লেখা হয় নি মহাকাব্যে। 
রামায়ণ শুধু মজে সীতা রাম ;
আমাদের গোপন সম্মতি 
দিয়েছে ওদের বিশ্রাম। 
উপেক্ষায় ভরে আজি 
"ঊর্মিলা লক্ষণ" কথা কাহিনী। 
উপেক্ষার-ও সাথী তুমি ,
বন্ধন আজিও অটুট মানি। 

Tuesday 21 June 2016

Writuporno

ঋতুপর্ণ 

ছয়টি পাতা সেজেছে ঋতু, 
গ্রীষ্মে স্নিগ্দ্ধ পর্ণ আভরণ ;
দহন।
বৃষ্টি সেদিন ভিজিয়ে ছিল 
চোখের পাতা হয়ে ,
দোসর।
শরৎ ভাবে ভুলে যাব ,হয় নি ভোলা, 
হলো বোধন তোমার, খেলায় 
খেলা।
হেমন্তের পাখি তুমি, হাওয়াই হিমেল 
শুভমহরৎ। 
বাহক তুমি গৃহ সজ্জার 
আবহমান। 
মনে পড়া কথা ,বাস্তবে 
সব চরিত্র কাল্পনিক। 
চলন ,বলন নিখুঁত যোজন 
হারাও তুমি ক্ষণে খন ,
মনের উল্কি ঋতু... 
রাজার নন্দন ,নন্দিনী 
চিত্রাঙ্গদা।
প্রখর দাবদাহে ,এক পশলা বৃষ্টি 
তুমি 'ঋতুদা '...