Friday 24 June 2016

upekkhita

উপেক্ষা 

কাব্যে উপেক্ষিত নারী ,নর 
অগোচর নিরন্তর, 
সীতা ভগিনী ,লক্ষণ অর্ধাঙ্গিনী, 
পরিচয় মোর অনাম্নী ।
মনের মাঝে বসত ,
একাকী বসন্ত চতুর্দশ ।
উথাল পাথাল ,ক্রন্দন ক্ষত ,
দ্বেষ বিদ্বেষ ছন্দ রত।,
অভিমান ,পারেনি বলতে 
সাত পাকে বাঁধা ভালো মন্দে ,
পারেনি বলতে ভালো বাসি ;
লেখা হয় নি মহাকাব্যে। 
রামায়ণ শুধু মজে সীতা রাম ;
আমাদের গোপন সম্মতি 
দিয়েছে ওদের বিশ্রাম। 
উপেক্ষায় ভরে আজি 
"ঊর্মিলা লক্ষণ" কথা কাহিনী। 
উপেক্ষার-ও সাথী তুমি ,
বন্ধন আজিও অটুট মানি। 

No comments:

Post a Comment