Wednesday 27 December 2017

 প্রিয় আমার্ 
#মৌসুমী রায় 
মনে এলো কতক কতক কথা ক্ষণেক স্মৃতির ঘরে।তোর আসার অনুভূতি ,
আমার শরীর জুড়ে। এক পলকে বিদ্যুৎ ঝলকে রূপালি আলোকে ,
জমা মেঘের বৃষ্টিধারায়, রাতের জোছনা আভার  উঁকি অন্তরে,
সুখের ঘরের আভাস ঘিরে। 
শুধালে ছুঁয়ে যাওয়া মনের গভীর খাদে ,প্রতিধ্বনি হলো মনের কিনারে। 
প্রশ্নে প্রশ্ন সাজানো মনে মনে  অনেক ভাষার ভাসা ভাসা   অভিজ্ঞতা,
টলমল পায়ে চলার আকুলতা ,সুখে দুখে ,থাকব সাথে।
অঙ্গীকার নয় ,এশুধুই ভালোবাসা , বাঁধা নয় অলস মায়া ডোরে ।

কত কত কথা   বইল মিষ্টি  হাওয়ার বদান্যতা আর ব্যাকুলতায়।
ঝাপসা দেখার আঁধার রাতের চাঁদের জোছনায় ভাসলো ভাষার বন্যা।
ফাল্গুনের পূর্ণিমা রাতে নদীর কিনারায় নৌকা বাঁধা ঘাটের পানে চেয়ে থাকা।
কোথাও কিছু কম পড়েনি ,কানায় কানায় ভরে থাকা মুগ্ধতা।

অল্প আলোয় অবুঝ শিশুর কথা   যখন  ভাবে মন ,কিন্তু বলে মুখ।
ঘন যামিনীর মাঝে নাদেখা কে দেখা ,অচেনা কে চেনার অব্যক্ত ভাষা।
সৃষ্টিকালের মাটির তাল এখন এক মহীরুহ হওয়ার পথে। তবুও অনন্ত অশান্ত মন।
শুভ কামনা ,যত হকের আশীর্বাদ যেন ওই সৃষ্টির গোড়ায় ঢালে উদারতা ।

এটাই শুধুই অন্তরের অন্তঃস্থলের বাসনা ,কামনা। যদি ভালো কিছু হয়ে থাকে।
হকের সমস্ত আশীষ টুকু নিঃশেষে সৃষ্টির উপর বর্ষায়।

ভালো থাকার আশীর্বাদ চেয়ে নেওয়ার চোখ আকাশ পানে চায়।
হয়ত খুবই ক্ষুদ্র ক্ষুদ্র অনুভূতি ,মনে জাগে এভারেস্ট লঙ্ঘনের প্রাপ্তি।

নিজের ভালোলাগা কখন যেন প্রিয়জনের  ভালোলাগা ,ভালোবাসায় রূপান্তর ঘটে।
আজও সেই  সময় ,ক্ষণ অচেনা ,অজানা  এক আবিষ্কার। এতে নিজের অধিকার ,
এর ফলাফল সুদূর প্রসারী বহন বার্তায় । 

ওই যে  তারায় তারায় ভরা  আকাশ মাঝে  সূয্যি চাঁদের যুগল ক্ষেত্র । 
কামনায়ওঁদের মত মুক্ত মনের হলে ই অন্ধকার হবে আলো। আঁধারে জ্বলজ্বল করবে স্বাতী ,
অরুন্ধতী ,ধ্রুবতারা সবের কাণ্ডারী ।

অল্প নিয়ে থাকার আকাঙ্খায় বৃহত্তর পথের অতিক্রমের আশা।
 সকল ক্ষণের সাথে অবস্থান।সে যে আঁধারে আলোর চাদর পেতেছে।
প্রখর তাপের পরে এক পশলা বৃষ্টি ,আহা সে স্মৃতি আজ গভীর শ্বাসের তৃপ্তি মাঝে।
স্ন্হের পরশে ,পূর্ণ আবেশে পরম প্রাপ্তি আলোর দিশারী।