Tuesday 25 December 2018

ছিন্ন বীণা

ছিন্ন বীণা

বীণা যখন তারের টানে ,
বিষম ব্যথা গানে গানে।

গান খানি  তাই বাঁধব বলে,
নিন্দা-দোষারোপ  রসাতলে।

চিন্তায় জ্বলে চিতার আগুন,
মিশব তখন কালের দ্বিগুণ।

বাঁচতে চাওয়াই,ব্যথা পাওয়ায়,
যেমন করেই , বাঁচার আশায়।

বেঁচে থাকি জীবন গানে,
হোক না বীণা ছিন্ন প্রাণে।।।

             ...মৌসুমী রায়।।

Friday 21 December 2018

একলা..

একলা ..

ভালোবাসার গভীর টানে
থাকুক কিছু সংগোপনে।

নীরব চোখের চাহনী খানি
বাজুক বুকে বেদন আনি।

মুখোমুখি বসিয়ে যাপন দুজন
গাইবে  মনে কোকিল কুজন।

স্বপ্ন গুলো বাঁধবে যখন মন
সুতোয় গেঁথে নিও শুভ ক্ষণ।

তোমায় নিয়ে গায়বে কত গান
সেদিন দেহে থাকবে না  প্রাণ।

মৌনতায় জ্বালিয়ে নীরব বাণী
পিছের টান মিছের তরীখানি।
                      ...মৌসুমী রায়।

Wednesday 19 December 2018

শুভেচ্ছা

শুভেচ্ছা

অনেক দিনের পরে যেন তৃপ্তি এল।
নীরব রা তোমার লেখায় মুখর হোল।।

নিত্য নতুন কলম ছেঁচে রস টুকু দাও।
কাগজ পথে  প্রতিদিন ই শুভেচ্ছা গাও।।

বৃষ্টি শেষে নূতন প্রাণের আনাগোনা।
নতুন ভোরের বার্তা দিল ঊষার কণা।।

ভোরের দোর টি খোল  যখন ডাকে ।
ছোট্ট বেলার কথা মনে মনে আঁকে।।

ফিরিয়ে দিলে প্রভাতী ভালোবাসার রশ্মি।
শুভেচ্ছা নাও ,বৃষ্টি ধারায়  সিক্ত সুস্মি।।
                             . ..মৌসুমী রায়।।।।।

Tuesday 18 December 2018

সই

"সই", প্রতিলিপিতে পড়ুন : https://bengali.pratilipi.com/story/RgmGr5kIR4LQ?utm_source=android&utm_campaign=content_share সংখ্যাতীত রচনা ভারতীয় ভাষায় পড়তে, লিখতে এবং শুনতে পারেন সম্পূর্ণ বিনামূল্যে

লবণ

"লবণ", প্রতিলিপিতে পড়ুন : https://bengali.pratilipi.com/story/GztjRVoCWpvG?utm_source=android&utm_campaign=content_share সংখ্যাতীত রচনা ভারতীয় ভাষায় পড়তে, লিখতে এবং শুনতে পারেন সম্পূর্ণ বিনামূল্যে

Monday 17 December 2018

সই...

#সই
#মৌসুমী রায়

শিশির ধোয়ায়
স্বচ্ছ তোয়ায়
পথের ধারে
নদীর তীরে
ঝুমকো লতা
চিকণ পাতা
শীতের ভিড়ে
মুখের  পরে
ভাবছি কবে
লিখব ভেবে
তোল চিবুক
ঋণ মিটুক
ওই আকাশ
ভাব শেখাস
জলকে চল
সই রে বল
তোর যত
গুণ এত
নেই ওরে
মোর তরে
বল রে বল
মন উতল
এমনি থাকিস
কথা বুনিস
ক্ষীণ আশা
বাঁধব বাসা
মনে রাখিস
বাসতে থাকিস
অনেক দিনের
কোণে মনের
এই আশায়
পলক হারায়
সেই আমার
ছোট্ট বেলার
নতুন দিন
ভুলিয়ে মলিন
বাঁচতে চাই
বেলা যে যাই
বন্ধু আমার
হয়ে সবার
এই বসন্তে
ভাবি একান্তে
সই এর গুণে
মুগ্ধ প্রাণে।।

Friday 7 December 2018

#চড়ুই টি...

#চড়ুই টি..

#মৌসুমী রায়

আমাদের ফ্ল্যাটের বারান্দায় এখন ওরা ছোট্ট বাসা বেঁধেছে।
ভোরবেলা ঘুম ভাঙ্গায় ওরা শব্দ কোরে।
ঘর বাঁধার সময় বারান্দা নোংরা করত। বেশ লাগত।কত্তা গিন্নি আমরা ওদের নিয়ে দশ মিনিট সময় যাপন করতাম।
মাঝে মাঝে ঘৃতকুমারী গাছে বসে কিছু খুঁটে খায় ,  একবার বসে ; আবার ফুরুৎ কোরে উড়ে যায়।
ওদের চঞ্চলতা মনকে আনমনা করে দেয়। বলে ,অনেকদিন তো আকাশ দেখা হয়নি , একবার টি দেখ চেয়ে কত বিশাল।
মনটাও বড় এক কেন্দ্রিক হয়ে যাচ্ছে কী? ওঁরা জানতে চায়।
ঘরময় ওদের আনাগোনা চলে ।
জামাকাপড় এ মাঝে মধ্যে দোলখায় আর ইয়ে(বিষ্ঠা)  করে।
কচি লঙ্কা গাছের পাতা গুলো কুট কুট করে খেয়ে ফেলে। খুব মন খারাপ হয়। আবার মন ভালো হয়ে যায় কিচিমিচি শব্দে। কখন কখন রোদ্দুরে পাখা মেলে ধরে।
ঝাপটে পালক গুলো ঝরে পড়লে ,রক্ত করবীর নন্দিনীর রঞ্জনের আগমনের কথা মনে আসে।
সাথে সাথে আমার বাড়ির সুখবরের আশায় আশায় রই। ফলেও যায় । কত যে আছে ওঁদের কথা  বলেও শেষ নাহি যে  কি বলব।

আবার ফুলের টবের মাটি গুলো খুঁড়ে ছড়িয়ে দেয়।
দুপুরে ভাত দেওয়া হয় ওঁদের।
খুঁটে খুঁটে খেয়ে ফেলে।
বিশ্রামে একজন অন্য জনের পালক ঝেড়ে দেয়।
দেখলে মনে হয় ,সোহাগে আবেশে আপন হারা।।

তোমার আবেশে আমার মন ও আপন হারা।

শুধুমাত্র  সাধ ,ওঁরা কিচিরমিচির করে কী,ইচ্ছে করে শিখে নি।।।।