Monday 17 December 2018

সই...

#সই
#মৌসুমী রায়

শিশির ধোয়ায়
স্বচ্ছ তোয়ায়
পথের ধারে
নদীর তীরে
ঝুমকো লতা
চিকণ পাতা
শীতের ভিড়ে
মুখের  পরে
ভাবছি কবে
লিখব ভেবে
তোল চিবুক
ঋণ মিটুক
ওই আকাশ
ভাব শেখাস
জলকে চল
সই রে বল
তোর যত
গুণ এত
নেই ওরে
মোর তরে
বল রে বল
মন উতল
এমনি থাকিস
কথা বুনিস
ক্ষীণ আশা
বাঁধব বাসা
মনে রাখিস
বাসতে থাকিস
অনেক দিনের
কোণে মনের
এই আশায়
পলক হারায়
সেই আমার
ছোট্ট বেলার
নতুন দিন
ভুলিয়ে মলিন
বাঁচতে চাই
বেলা যে যাই
বন্ধু আমার
হয়ে সবার
এই বসন্তে
ভাবি একান্তে
সই এর গুণে
মুগ্ধ প্রাণে।।

No comments:

Post a Comment