Tuesday 25 December 2018

ছিন্ন বীণা

ছিন্ন বীণা

বীণা যখন তারের টানে ,
বিষম ব্যথা গানে গানে।

গান খানি  তাই বাঁধব বলে,
নিন্দা-দোষারোপ  রসাতলে।

চিন্তায় জ্বলে চিতার আগুন,
মিশব তখন কালের দ্বিগুণ।

বাঁচতে চাওয়াই,ব্যথা পাওয়ায়,
যেমন করেই , বাঁচার আশায়।

বেঁচে থাকি জীবন গানে,
হোক না বীণা ছিন্ন প্রাণে।।।

             ...মৌসুমী রায়।।

No comments:

Post a Comment