Tuesday 1 January 2019

একটা ছাদ

একটা ছাদ

জানিস,একটা ছাদ কিনছি,
মস্ত আকাশ দেখব হেসেখেলে।

আমিও  একটা একলা আকাশ কিনেছি, ভালোবাসব বলে।

তাহলে  শোন ,আমিওএকটা আবাসনের শেষ তলার বারান্দা ।

সবাই সবাই কে দেখে নিতে পারব এই" ধান্দা"।

তুই অনেক ছোট্ট, তোকে কিছু কিনতে হবে না।

আমরা তিন বুড়ো র, তুই
করবি দেখাশোনা।

নীলাকাশের নীচে  ,আমার ভুবনে আকালের সন্ধানে।

সন্ধ্যা বেলায়,
মেঘে ঢাকা তারা  আর বাঁচতে চাই শুনবি, কোমল ,নিষাদের গানে গানে।

ঘুমের আগে,
পথের পাঁচালী আর হীরক রাজার গপ্প শুনিস।

শুধু, তুই অন্য কোথাও যাসনা;
এখানেই থাকিস।

শোন ,আমায় বন্ধু বলিস ! প্রণাম করিস না।

মাণিক কে সিগারেট খেতে বারণ আর ওকে বোতল
এগিয়ে দিস না।
  
ছাদে, শুভ মহরৎ এ চিত্রাঙ্গদার চলবে খেলা।

বারান্দায় ,শুধু চার জনের; ছবি গল্পের মেলা।            

আমরা চার জন, একটা আকাশে ; অনেক রং লাগাব।

বলছি, ছাদ কিনিস না,
আমরা ই চারজন, একসাথে থাকব !!
           
                      ...মৌসুমী রায়।।

No comments:

Post a Comment