Saturday 26 January 2019

সঞ্চারি

সঞ্চারি

#মৌসুমী রায়

মেঘের পরে মেঘ জমেছে ।
ওই আকাশের কানে কানে ;
গানে গানে কণ্ঠ ভরে :
গায়তে তোমায় :
রবি ঠাকুর ডাক দিয়েছে!!..

গাইবে যখন গানখানি,
সুরের সেতার টানে টানি:
রবি , তোমায় আপন মানি।
উতল হাওয়ায় বাজিয়ে বাঁশি;
পূর্ণিমা র ওই অমা নিশি ।

মনের কথা ,মনের খাতা!
বসন্তের ধরার তলে;
তোমার হৃদয় এমনই দোলে!
বেদন বেদম  গানের ভারে:
বাঁধবে তোমায় গানের তারে।।

স্থায়ী হোতে সঞ্চারিত ?
তুমিই অন্তরের ওই সঞ্চারি!
মেঘমল্লারে ওই গানখানি:
মেঘের পানে মেঘের গান!
তাঁরই নামে তোমায় জানি।।।

No comments:

Post a Comment