Friday 7 December 2018

#চড়ুই টি...

#চড়ুই টি..

#মৌসুমী রায়

আমাদের ফ্ল্যাটের বারান্দায় এখন ওরা ছোট্ট বাসা বেঁধেছে।
ভোরবেলা ঘুম ভাঙ্গায় ওরা শব্দ কোরে।
ঘর বাঁধার সময় বারান্দা নোংরা করত। বেশ লাগত।কত্তা গিন্নি আমরা ওদের নিয়ে দশ মিনিট সময় যাপন করতাম।
মাঝে মাঝে ঘৃতকুমারী গাছে বসে কিছু খুঁটে খায় ,  একবার বসে ; আবার ফুরুৎ কোরে উড়ে যায়।
ওদের চঞ্চলতা মনকে আনমনা করে দেয়। বলে ,অনেকদিন তো আকাশ দেখা হয়নি , একবার টি দেখ চেয়ে কত বিশাল।
মনটাও বড় এক কেন্দ্রিক হয়ে যাচ্ছে কী? ওঁরা জানতে চায়।
ঘরময় ওদের আনাগোনা চলে ।
জামাকাপড় এ মাঝে মধ্যে দোলখায় আর ইয়ে(বিষ্ঠা)  করে।
কচি লঙ্কা গাছের পাতা গুলো কুট কুট করে খেয়ে ফেলে। খুব মন খারাপ হয়। আবার মন ভালো হয়ে যায় কিচিমিচি শব্দে। কখন কখন রোদ্দুরে পাখা মেলে ধরে।
ঝাপটে পালক গুলো ঝরে পড়লে ,রক্ত করবীর নন্দিনীর রঞ্জনের আগমনের কথা মনে আসে।
সাথে সাথে আমার বাড়ির সুখবরের আশায় আশায় রই। ফলেও যায় । কত যে আছে ওঁদের কথা  বলেও শেষ নাহি যে  কি বলব।

আবার ফুলের টবের মাটি গুলো খুঁড়ে ছড়িয়ে দেয়।
দুপুরে ভাত দেওয়া হয় ওঁদের।
খুঁটে খুঁটে খেয়ে ফেলে।
বিশ্রামে একজন অন্য জনের পালক ঝেড়ে দেয়।
দেখলে মনে হয় ,সোহাগে আবেশে আপন হারা।।

তোমার আবেশে আমার মন ও আপন হারা।

শুধুমাত্র  সাধ ,ওঁরা কিচিরমিচির করে কী,ইচ্ছে করে শিখে নি।।।।

No comments:

Post a Comment