Sunday 4 September 2016

baba

বাবা 
#মৌসুমী রায়

 মনের ইচ্ছে সেথা লুকাই যদি,
প্রকাশ  খোঁজে মন নদী। 
ফুল ফুটেছে হঠাৎ বাগান ময় ,
বীজ -কুঁড়ি -ফুলে   সুবাস বয়।

খুশীর ঘরে ঢাকের বোল ,
প্রস্বাস নিঃস্বাস  মনে উতল। 
আদর -যতন -লালন কন্যা রতন -
বাবা ,শিক্ষক -বন্ধু -পথ প্রদর্শন।
ছুটলো মেয়ের ইচ্ছে গাড়ি 
বায়নাক্কায় ভরা ঝুড়ি। 
বাবার মেয়ে ?
ও  ঈশ্বরের আবদারী। 

কলকলি ,   দখিনপবন আয়োজন ,
বিহ্বলতায়  শাসন -অনুশাসন। 
মাতামাতির ভিড় এ  ভীত গড়ে মন,
হাতবাঁধে   বাবার শক্ত হাতের বাঁধন ।

 সে যে ভীষণ গহীন আপন, 
বিপুল ঢেউ -অগাধ বিশ্বাসে
দুষ্টুমির স্বাদ স্নেহ শাসন।

বাবার স্নেহের পরোকাশে ,
 অসীম সীমার  অবকাশে। 
অন্ত নীড়ে  বাবা ,স্বপ্ন ভেসে চল, 
ফাগুন  ভরে নিত্য রঙের কোলাহল। 

বাবার মতো কেন ,কেন হও না আজও ?
 মেয়ে খুঁজে বেড়ায় বাবা যদি হতো। 
খোঁজ আজও  তোমায় আলো -আঁধারে 
চলার পথে  তুমি মনের গভীরে। 

বাবার  হাতধরে আজও জীবন তরী বাওয়া ,
তোমার যাওয়া সেতো নয় কো  যাওয়া। 
বিস্ময় আকাশজুড়ে  অসীম আনন্দে  নিরন্তর ,
অন্তরে চির সবুজ তুমি ভাতিছ মন্তর। 


No comments:

Post a Comment