Wednesday 31 August 2016

ভাইরে 

মনে পড়ে ?
ছেলেবেলায় -ভাইবোন মিলে 
মুক্ত বাতাস নিতেম লুটেপুটে ,
আনন্দ -খেলা ,গোলবাঁধানো বেলা -
কলরবের হাটে। 
পরক্ষনেই মধুরমিলন হুল্লোড় উল্লাস ,
ধ্বনিল গৃহের পথ -ঘাট। 

নিমেষতরে ভুলেই কে বড় -ছোট ,
শিশুমন বাঁধনহীন --
বড়ো হবার অচেতন হৃদস্পন্দন 
মন আরব বেদুইন --

পড়ার সময় তাকাস বাহিরপানে -
আকাশ -পাখি -ফুল -
দেখিস মনে ,ভাবিস 
এ সব কী ভুল ?

গলা ভাঁজতিস সুরে সুরে মজা ভরে 
আজও বাজে সুমধুর। 
প্রলয় -তিমির বন্দি বিষণ্ণ -ভগ্ন হৃদয় -
হঠাৎ ছন্দপতন। 
দূর দিগন্ত খুঁজি -নিশীথ সমীরণ -
হারায় ক্ষনে খন। 

নিদ্রা অলস আঁখি -চোখের কোলে জল 
সে কী বড় হওয়ার ফল ?
দেখি -শুনি জগতে ,বইছে নতুন হাওয়া 
পরে এসে আগে চলে যাওয়া --

মহাপ্রাণ -সাগর মাঝে উদ্দাম -
আনন্দময় তরী বাওয় --
অপলক ব্রহ্মান্ড -দূর মধ্যাহ্নে 
তোকে চাওয়া -
হৃদয় চায়না বড়ো হতে ,
থেকে যেত সকল 
চাওয়া -পাওযা। 

এই যেসব হিসেব মাঝে 
যোগ বিয়োগের অঙ্ক ছলে 
তুইসকল  মাঝে। 

No comments:

Post a Comment