Saturday 20 August 2016

bristi jodi ele

বৃষ্টি যদি এলে ---

টিপটিপ পায়ে বৃষ্টি যখন এলে -
  সুর ভরিয়ে ঘর -বারান্দাতে। 
ঝমাঝম শব্দ ভাঁড়ে মিঠাস ভোরে ,
শুধায় ,কাল যে বড় মেঘ হওনি ?
আসনি সাদা -কালো আকাশজুড়ে ?
বন্ধু হাওয়া উলট পালট করে ,
তাও বহেনি ,বুঝব কেমন তরে। 


জানোনা বুঝি আসছি সিন্ধু -
দীপা -সাক্ষী সাথী করে। 
কি যে দেব জুঁই -কদম ফুল -
তোমার ঝাপট সব পড়েছে ঝরে। 
মাধবী তো মন খারাপে ব্যস্ত ,
জল মেশা গন্ধ না ঢালতে ত্রস্ত। 

দুস্টু -সব নিয়েছ চাল -ডাল -আলু ,
ইলিশ -বেগুন কাবু। 
আসবে যখন বলে -কয়ে এস কেমন ,
সোনা -মেয়েরা এলে জুড়োয় প্রাণ -মন। 

No comments:

Post a Comment