Monday 15 August 2016

bishu kaka--

বিশু কাকা 

নীল আকাশ মোড়া -পুকুর -বিল -ডোবা গ্রাম ,
নাও কোটি --প্রণাম। 
কত ব্যথা -কথা ভেজা আঁখি ,
ফিরব নতুন হয় জন্ম যদি। 

এ গাঁয়ের বিশু কাকা -খাটতো সকাল সাঁঝ একা ,
পান্তা -নুন -লংকা পুঁটলি ভরে ,
প্রাতঃরাশ হত অবসরে। 
কাঁধে লাঙ্গল সঙ্গী বলদ জোড়া ,
হেই -হেই -হ্যাট হ্যাট ,হাতে বিড়ি ধরা। 

দিনের শেষে ফিরত ঘরে হাসি মুখে ,
কাঠের জ্বালে উনুন পরে ,
খুড়ি চাল দিয়েছে মাটির হাঁড়ি ভরে ,
ছেলে -মেয়ে মাছ এনেছে গামছা ছেঁকে। 

কুড়ো বাড়া শাক -মাছের অম্বল ,
খাবার এটাই সম্বল ,
একবেলা পেটভরা -অন্য সেথা উপোস ,
অতিথিরে এগিয়ে দেয় জল -মুড়ি এক বারকোষ। 

ভালোবাসায় ভরা হৃদয় -আপ্যায়ন ,
মাটির ঘর কুপির আলো ঘটতো নিত্য জোছন। 
হিসেবে -নিকেষ -পড়া লেখা জানে না সে ,
স্নেহে লেখা আখর ভরা যে। 

নিত্য দিনের অভাব -ব্যাপ্তি জীবন ভর ,
মন ছিল স্বচ্ছ কাঁচের ঘর। 
ভালো লাগে খুঁজতে শহরের চিলতে আকাশ জুড়ে -
ফিরে এলে তুমি জেনো -শ্রদ্ধা-প্রণাম দুই করে।  

No comments:

Post a Comment