Sunday 28 August 2016

জন মাধ্যম
#মৌসুমী রায়
হরেক নামের মধুর টানে ,
কত রঙ্গ দেখাও দুনিয়ায়। 
মিডিয়া ?
ঘ্যানর ঘ্যানর হতে   শুদ্ধিকরণ দানে , 
যুব   সমাজ   তোমার  গঠন চায়। 

 প্রশ্ন , কেন বিজ্ঞাপন মুখঢাকে অশ্ল্লীলতা, 
 বড় ,মেজো, ছোট  বেলা মজে কপটতা। 
 বেলা  অবেলা বিপন্ন, লেকলুইজি গলে ঢালে ,
সুস্থ  জীবন এর  খোঁজ  নাহি পেলে ?

 বিজ্ঞাপণে ভোগ্য পণ্য মেয়ে ,  দেবতা পুরুষ বেলা ,
ধারাবাহিক উঁচুগলা অসংযোগ ছলা কলা। 
 টেবিল চাপড়ে যোগের বেশি বিয়োগ আলোচনা,
গঠনে বন্ধনে জাগাও আনমনা  মনের  সাধনা। 

না নিষেধ ,না শাসন ছুটছে ধরতে  পোকেমন ,
 কেউ তো বলো ,তফাৎ যাও সব মিথ্যা কথন।
ধারাবাহিক চিত্র প্রদর্শন ; হোক সমাজ কারিগর ,
দূর হটাও , ষড়যন্ত্র সাহস নামে বাচাল যাদুকর। 

 শুদ্ধ সত্তা , মেধা  বৃদ্ধি , দুঃখী গরীব ,নাই কি  প্রয়োজন ,
 নারী কলহ ,পাটপাট সজ্জা  কেবল  সমাজ নিধন। 
 প্রদর্শনে ছুটতে গিয়ে হোঁচট    বোকা বাক্সের চাষে ,
শিরদাঁড়া বাঁকাও কেন  মোহের অক্টোপাসে। 

 সমাজ  গড় ,শিরদাঁড়া শক্ত সোজা করে দাও ,
 মিডিয়া মানুষ হওয়ার পথের    দায় নাও।
  সাহিত্যে ফিরিয়ে দাও  , চটুল কলম চর্চা ফেলো ,
নবীন সমাজ গঠন করার তৃতীয় নয়ন মেলো।

No comments:

Post a Comment