Wednesday 19 October 2016

মানবী 

হঠাৎ ভেসে আসা হারিয়ে যাওয়া ধন নহি -নহি উড়ে এসে জুড়ে বসা -
যাবার তরে উদগ্রীব অতিথি নহি -নহি বদ্ধ পুষ্করিণীর জল -
সমুদ্র তরঙ্গের তীরে এসে ভেঙে যাওয়া -ছিন্নভিন্ন জলকণা নহি -
নহি পাহাড়ের ঢালু পথের উন্মনা পথিক -চড়াই পথের শ্রান্ত -ধ্বস্ত নহি -
নহি পূবালী হাওয়া -নহি দমকা হওয়ার লণ্ডভণ্ড তছনছকারি -
নহি গ্রীষ্মের ভরদুপুরের শুন্যতা -নহি তীব্র দাবদাহের পর পশলা বৃষ্টি -
নহি শীতের হাওয়ায় ঝরে পড়া ঝরা পাতা। 

আমি পথের বন্ধনহীন গ্রন্থি -সীমানা ছাড়ানো রোদ্দুর -
প্রথম ঊষার কিরণ -হেমন্তের শিরশিরানি হিমেল অনুভূতি -
বসন্তের নব পত্রিকা -বনবনান্ত ভরপুর সবুজ -
এখনই হয়নি যাবার বেলা -অশোক -পলাশ -বকুল ফুলের সৃজনী -
মধুর গন্ধেভরা -উঠোন ঘেরা জোছনা মাখা আদর -
চাঁদের বুড়ির চরকা কাটা -চাঁদ মামার স্নেহ ভাসা -
সুয্যিমামার কড়া শাসন -মেঘের বন্ধু মেঘবালিকা -
মায়ের আঁচল ভরা ভালোবাসা -বাবার হৃদয় রতন -
ভাইবোনের খুনসুটির সঙ্গী -
আমি পুরান কালের বিদ্যুতের ঝলকে দেখা হরিশচন্দ্রের শৈব্যা -
আজকের নির্ভয়া -অনাম্নী অঙ্গনা মানবী। 


No comments:

Post a Comment