Tuesday 25 October 2016

নাচনি 

"মনে করি মনস্তাপ -জলে নাহি দিব ঝাঁপ -
বঁধু আছে নদী পাড়ে -কেমনে দেখিব তারে -"
নাম না জানা -কেমনে ডাকি আজ -
ঝুমুর তালে না ফুঁকেও বাঁশি সুরে বাজ। 

 মোদের নাম যে  নেচে -গেয়ে 'নাচনি '-
পুরুলিয়ার পলাশ বনের আগুন রাগিণী। 
অভাব মোদের নিত্য সাথী -পণ দানে অক্ষমতায়-
লোকে বলে -বলে গো অরক্ষণীয়া। 

ঝুমুর তালে -মাদল বাজে নাচের তালে তাল -
অঙ্গ দোলে -দুঃখী মনের সঙ্গী রসিক  লাল। 
রসিক সাঙাত -সতীন ঘরে বাসী। 
ঘর -বাহিরের- যৌবনে  কামের কদর এ রসিক দাসী। 

নাই যে মোদের সন্তান -সম্পত্তি -স্বামী অধিকার -
সিন্ধুবালা নাচনির ঠাঁই রাজা চাঁপা মাহাতোর ঘর। 
নই গো মোরা মা -মেয়ে -ঘরণী -
গিরগিটির বিষম জ্বালা ,যে নাচনি। 

অখ্যাত রীতা -সন্ধ্যা -বিমলা -হাজারি -
মরণের ওপাড়ে অস্পৃশ্য -অচ্ছুৎ পায়ে বাঁধা দড়ি। 
আত্মজা খাওয়াসিং ডাকে সর্ব জন -
নাই সম্মানের কদর আয়োজন।

বাংলা সংস্কৃতির অবাঞ্চিতা অনাম্নী মালাবতী -
মরণ পরে পেলে যে পুত্র গঙ্গাধরের মুখাগ্নি স্বীকৃতি। 
কাল ছিল গাছের ডালে শুধুই রুখা -শুখায় ,
আশায় বাঁচে নাচনি আজ ডাল ভরবে পাতা -লতায়।  


,





No comments:

Post a Comment