Tuesday 12 July 2016

Smriti

গুণ
#মৌসুমী রায় 
মা বলে যখন  
আয়রে  কাছে ;
আয়রে  মেয়ে,
 শুনবি তবে যদি ,
তুই কেমন  গুণের নিধি?

 মেয়ে শুধাই ,
মানে কি গো - গুণ  ?
সে  কী ?ধনুক -তীর-এর তূণ !
মা বলে ,শুধাও  গিয়ে,
 তোমার যা ইচ্ছে তাঁকে।
এক পলকে মেয়ে ,
ছুট্টে পিপল গাছ তলে -
গুণ -এর অর্থ এক্ষুণি  দাও বলে;
পিপল বলে,
 "জানতে তবে -
যাও বকুল গাছের দলে; 
আনো যদি গন্ধে ভরা ফুল ,
অর্থটি বলব বিলকুল"। 
---
"বকুল ফুল দাও না কিছু ফুল" ,
"দিতে পারি  তোমায় কত্তো ,
-- বাছা ,আনো কাপাস তুলোর সূতো"। 
---
"কাপাস দাও তো দেখি তুলো তুলে ,
তোমার সুতোয় গাঁথব  মালা ,
বকুল ফুলে"। 
---
সে বলে, 
"দেব ক্ষণ;
একটু বোসো, বোন। 
যাও তো দেখি  নীল আকাশের নীচে ,
নদীর পাড়ে কাশের দলে --
কাশের গুচ্ছ এনে দিলে  ,
পাবেই তবে ,
মনে রেখো প্রতিপলে"। 
---
অরুণ আলো মেখে কাশের দল ,
অকারণ চঞ্চল --
শুনে বলে,
 "যাব তোমার  সাথে চলে ,
শরৎ কে আসতে বল তবে"। 
---
সকল শুনে শরৎ  বলে,
" এমন কি আর কথা...
তোমার  আমি সাথী ,
চলো সেথা"। 
---
শরৎ এলো ,কাশের দলে । 
নদীর জলে নেয়ে- 
কাশ ফুল  পেল ,
পেলব-কাপাস-বনে  ।
---
কাপাস দিল সুতো ,
সূতো পেযে মেয়ে ,
ছুটল বকুল বনে ,
বকুল মালা  গেঁথে ,
মেয়ের আকুল মনে।
মালা দিলো পিপল গাছের গলে ,
 কথা রাখার ,
স্বরণ ,স্মৃতি একেই বলে।
পিপল গাছের তলে ,
মা কোলে নিয়ে ,
"তোমার মতোই তুমি ...
তুমি আমার ,
গুণের র শিরোমনি। "----  








No comments:

Post a Comment