Saturday 9 July 2016

Dharmabotar

ধর্মাবতার
#মৌসুমী রায় 

সত্য উবাচ অগ্নি কন্যা দ্রৌপদী ---
পিতা অপমানে ,প্রতিশোধ পথে 
পঞ্চপান্ডব এ  নীতির  বিবাহ রচি।

স্পৃহা দ্রোণাচার্য নিধনে ,
লালন রন্ধ্রে রন্ধ্রে প্রতিক্ষণ। 
সয়ম্বরে প্রথম  ভালোবাসা কর্ণ ,
সূর্য সম তেজ ,যোগ্যতায় দ্রোণ। 
মন মস্তিষ্কে শান সূতপুত্র
কর্ণে ,
স্বীকার যাই ,কর্তব্যে বিবাহ অর্জুনে। 

রাধা সূতপুত্র কৌরব  গত প্রাণ ,
বস্ত্র হরণ এ তাপ অনুতাপ হীন ,
সম্মতি কাপুরুষোচিত  অনুক্ষণ। 

প্রথম প্রেমে তখনও অবিচল মন ,
সত্য কথনে প্রতিষ্ঠিত একজন সে ?
মধ্যম ও যে  ,রূপহীন  ভীম। 
দোলাচলে স্থির অর্জুনে ,
অহংকার অভিমানে পরিবর্তন। 

ন্যায়অন্যায়এ মৌন কুন্তী,
 মুখর পাঞ্চালী র স্তব্ধ কলকল্লোল , 
পঞ্চ পাণ্ডব নিরাপদ অঞ্চল  ।
ভালোবাসি তোমায়   শুধু অর্জুন,
বন্ধক বাজিতে আমার আকুলি ব্যাকুলি , 
জেনেও নির্বাক সভা মন্ডলী।

চিত্র গুপ্ত সভায় সত্য অঙ্গীকার কৃষ্ণার ,
মিনতী  শুনতে পায়নি ভীষ্মদেব, 
ঘৃণা ,যুধিষ্ঠির -ভীম -অর্জুন -নকুল -সহদেব। 
মনের কোণে আজও ভালোলাগায়  কর্ণ ,পুত্র পৃথার।

 শুনুন ধর্মাবতার ,

পিতার অপমান এ  মন ,
শৈশব হতে  লালন।
অপমান ,অভিমান ,লাঞ্ছনা ,বেদনা ,
কর্ণের প্রতি অবহেলা অপমান , 
 যুদ্ধের আপামোর কারণ।
-----------



No comments:

Post a Comment