Thursday 17 November 2016

মন 
ভালো -খারাপ  জানা পথের পথিক অজানা -
আঁধার -আলো -চেতন -অবচেতন - কারখানা ,
ভরা কলসের ছলকে পড়া জলের ধারা -
 তুমি ঘাসের আগার শিশির ঘেরা। 

ক্ষণেক হাসা -ক্ষণেক কাঁদা -বাধায় বাঁধা -
গরব হরণ  -লজ্জা মাখা ভালোবাসায় সাধা ,
উদাস হাওয়ার  চলার পথে আনমনা হরবোলা -
বিষাদ ভরা শুকনো মুখে  মনখারাপের বেলা। 

স্মৃতি -বিস্মৃতির রোমন্থনে গল্প গাছা এরা -
একা -একার সঙ্গী ভিড়ে ভিড়লো স্মৃতিরা ,
হিমেল স্রোত বয়ে চলা  শিরায় -উপশিরায় -
সুস্থ অনুভূতি ঝাঁঝ আলতো ছোঁয়ায়।

 আঁকড়ালে ফসকে যাবার অছিলায় -
ভাবনা -রাখব  ভালোর নিশানায় ,
ভাবের ঘরে বসত -অভাবের ঘরে -
সুখ -দুঃখের নাগরদোলা মন কারে। 

বায়ুর চেয়ে বেগবান চঞ্চলা চপলা -
নিষেধ বিধির ধার ধারেনা মনে  কানমলা -
সৃস্টি -ধ্বংসের -বিষ -অমৃতের কারণ -
নিজের হাতে লাগাম দেওয়া  যদি মন। 

এযে দেয়া -নেয়া -মানেনা বারণ -
প্রশ্ন ছিল শুধাও কী -কখন -
কারণ -অকারণ বয়ে যাবার পথিক -
ভালোবাসা -মন মাঝির- তরণী বাওয়ার অধিক। 


No comments:

Post a Comment