Wednesday 30 November 2016

কথা 

কথার পরে কথা যখন সাজিয়েছিল মেঘের ঘর -
কথায় -কথায় ঘিরেছিল ঘোর-  মনাকাশ মোর। 

ঝরো -ঝরো কথার ঝড়ে ঝরেছিল বৃষ্টি সুর -
উড়ান ভাসান কথায় কথায় উঠেছিল পদ্য ঝড়। 

কথার সুর কাটলে বুঝি নাই বা থাকে কথার দোসর -
কথায় বাজে সুরের খনক- সুর -সঙ্গম মনের ডোর। 

মুখকথা অনুপস্থিত ,জানান দিল চোখের কথার আড়াআড়ি -
কথা -কথার বন্ধু যখন নিকট হল দূর- দূরী। 

কথায় যারা ভিজেছিলো কথাপাগল সাথে -
খুশিকথা পাল তুলেছে কথার তরঙ্গেতে। 

বেদন যখন বেজেছিল কথা -কথার গ্রন্থিতে -
কথক -কথা জীবন -মরণ মিলন দিগন্তে। 

কথার ঝড় বিষোদ্গার -কথার স্তুপে পাঠাগার -
তপ্ত ললাট বৃষ্টি ছোঁয়ায় -স্নেহ কথা র তোড়। 

ফস্কেকথা ব্যথায় বোঝা -ভারাক্রান্ত এ মনন -
মিষ্টিকথার ডাকে বুঝি এলে ওগো হৃদয় হরণ। 




No comments:

Post a Comment