Wednesday 7 December 2016

কী আবেশ হেরি

#মৌসুমী রায়

ও পাড়ে তে আঁধার ঘনায় মিশি নিশি কালো ,
এ পাড়েতে জোছনা মাখা পঞ্চদশী এলো। 

তিমির অমা ,অমা নিশি বিদায়ী বারতা পেয়ে ,
শুক্ল তরী ভাসে,জোছনা জোয়ার স্রোতে। 

অনিমিখে,চন্দ্রস্নাতা মীনাক্ষী মন্দিরে :
শিল্পী ,শিল্পে নয়ন আবেশ স্থাপত্য নিরিখে। 

ওগো সুন্দরেশ্বরম বর্ণময় দক্ষিণী ভঙ্গিতে ,
অন্দরমহল সজ্জা ,অন্তরে নটরাজ তাল ছন্দে। 

মনো হরণ -হৃদয় লোভন চায় বারেবার ওই বাটে ,
কারুবাসনায় খোদাই মন্দির , মীনাক্ষী পটে। 

ইতিহাসের   শৈলী,নীরব সৃষ্টি লালন ;
গাঁথা মালা পদাবলীর  নীরব কথন। 

 উত্তর হতে দক্ষিণ  ভিন্ন ,অভিন্ন ইতিহাস কাহন ;
 ধন্য আজি , নাও বিনম্ৰ অভিবাদন। 

কীর্তি স্মরণে ,সারণী মাঝে বারোমাস্যা যাপন ;
পুরাণ কখন সুবাস ঢালে স্মৃতিকোঠার  চারণ । 

স্তব্ধতা ,বাঁধনহীন ক্ষণ, দাঁড়ায় সম্মুখ দ্বারে ;
অ-ভাবে ,ভাবে মন ;বিরাটমাঝে ক্ষুদ্র দীনতারে। 

সবপাওয়ার  ,জানার  উছ্বাসে ;তুচ্ছ অহমিকায় ভারী  ,
 সৃষ্টি চাক্ষুষের  অপেক্ষায় আজও  মানব কান্ডারী।
------

No comments:

Post a Comment