Sunday 25 August 2019

আবর্তন  
#মৌসুমী রায় 
চার দেওয়ালের একমুঠো মনের কুঠুরি এঁটে বসে  থাকেনি অনন্যা।  নামের মাঝেই লুকিয়ে ছিল বর্ণনা।
 ছোট্ট থেকে সেই ভাবে পায় নি মা ,বাবার আদর যত্ন। বাসা বেঁধেছিল মনে, হবে এক   আলোকবর্তিকা।  চরম অভাব  তাঁকে কাবু করতে পারেনি। আক্ষেপ ছিল। কিন্তু ভাগ্যের দোষারোপ ছিলনা তাঁর। 
  ছোট কুঁড়ে ঘরেই বড় হয়ে একের পর এক মাইল স্টোন পেরিয়ে কলকাতার নামী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী।
 ও বোঝে মানুষ হওয়া। ধনী ,গরীব নয়। 
 অজান্তেই ভালোবেসে ফেলে একজনকে। সেও ভালো মানুষ। কয়েক বছর পর তুমুল এক ঝড় লন্ডভন্ড করে দেয় সমস্ত কিছুই। পরিণতি  পায়নি। তবুও অনন্যা থেমে যায়নি। নানান প্রতিভা আজও বিকশিত তাঁর। ও  জানে  থেমে গেলে স্বার্থপর সমাজ তাঁকে নিয়ে সমালোচনা করবে।
 ত্রুটি খুঁজবে........................
আজও নতুন পথেই হাঁটছে ও..................... 
 হয়ত অনেক বড় মানুষের খোঁজে অনন্যা..........................
এটাই ওঁর স্পিরিট ........................................
 শাবাস অনন্যা .................................

No comments:

Post a Comment