Tuesday 10 January 2017

আলো -আঁধার 

বর্ষা হয়ে আঁধার যখন কুঁড়ে ঘরের দ্বারে -
ঊষার আলো দ্বার খুলেছে মনের গোপন ঘরে। 

ভাব অ -ভাবের ব্যথা বেদন বাঁধে হৃদয় কোষে -
আলো তখন আশ হয়ে রয় পাশে থাকার আশ্বাসে। 

ঘরে আমার এত আঁধার !তবুও তুমি ভিড় করেছ ?
আলো বোঝায় ভয় পেয়ো না -দিনের আশায় রাত জেগেছে।। 

ওগো আঁধার তুমি অনেক বেদনায় ভাসাও অকূল পাথারে -
দাঁড়াও পথিক -পথ ভুলোনা -আলো দেখো হাত রেখেছে তোমার হাতের পরে। 

ধৈর্য কেন হারাও ?আঁধার রইবে কেন চির কাল -
আলো দেখ বাঁধ ভাঙবে -না রইবে এমনি কপাল। 

আঁধার ওগো -দুঃখ দিলে কেবল অর্দ্ধ জীবনজুড়ে -
চলে যাও গো তুমি --আলো আসুক আমার ঘরে। 

সকল কথায় আছে বুঝি -ভয় যেন না পায় আঁধার -কালো রূপে -
আঁধার আছে -তাইতো আলোর আবাহন যুগে-যুগে। 

যে যাই বলে বলুক -চাইনা দুষ্টু আঁধার ওরে -
আগামী কাটুক ভালো -এস আলো এস  আমার ঘরে।
                                                                     ---মউসুমী 



No comments:

Post a Comment