Sunday 22 January 2017

সুভাষ

প্রাণের সুভাষ -মনের সুবাস --
বহুর মাঝে একা অপূর্ব তুমি- তোমার বাস। 
গুঞ্জরণ -শিহরণ মনের কোনে কোনে -
ভারত মাতার অকুস্থলে -সঙ্গোপনে। 

তরী খানি দিলে খুলে স্বাধীনতার আসার আশায় -
নিঃস্বার্থ উত্তরণের পথের বিজয় পতাকায়। 
বোঝার -বোঝা বয়ে আনলে কূলে শান্তি বর্ষণের ধারে -
হিসেবে কোনো না খুঁজে  - খোঁজার পাথারে। 

মায়ের দুধের ঋণের হিসেবনিকেশ স্রোতে -
তাই কী বিদায় অ -বেলাতে ?
বিশৃঙ্খল কে শৃঙ্খলাতে আনলে যবে -
প্রণাম তোমায় বাতির সাঁঝে -প্রথম উষালোকে। 

নবীন -প্রবীণ মনন স্মরণ তোমায় -প্রণাম ভারত মাতায় -
অন্যায় -মিথ্যা কারে তোমার প্রতিবাদের ভো- রাই। 
দশের -দেশের তুমিই সুভাষ -তুমিই রবে রইবে জানি -
অনুভব- দেশপ্রিয় তুমি তোমার উপমা আ-মরণ  মানি। 




1 comment:

  1. Excellent write up , explained in a different form. Well done.

    ReplyDelete