Tuesday 19 February 2019

কান্নাপাওয়ায়

কান্না পাওয়ায়

#মৌসুমী রায়
হারিয়ে গেল ,সেই কোথায় কখন!
চমকে চাওয়ায়,আপন মন।

সেই ,সেকালের ছোট্টবেলার,
তোর সাথে ওই, সময় খেলার।

সাত ভাই চম্পা, ভাবে এখন,
আনন্দের সেই আবেগ ঘন।

দেবার কিছু নেই রে আমার;
তুই যে এখন বড় সবার।

জন্মদিন টা ভাবতে ভাবতে!
ফিরিস কেবলই এই জগতে।

অনেক মাঝে খুঁজেই বেড়ায়:
সেই  , ছোট্ট ভাই ই চাই।

থাকিস কোথাও ,কোনো তারার মাঝে;
দেখব ,চিরবসন্তের সকালসাঁঝে।

দুই পাড়ের ওই কানাকানি;
হাওয়ায় দোলে, তরীর পাল খানি।

কথা দে ,আবার আসবি  ফিরে;
হারিয়ে, না যায় সকল , থাকিস ওরে।।।।

No comments:

Post a Comment