Tuesday 19 February 2019

ভারতবর্ষ

ভারতবর্ষ

#মৌসুমী রায়
শ্রী চরনেষু,
মা,
তোমার মনের কষ্ট আজ আমাদেরও ..  ভয় কোরো না মা গো। তোমার প্রায় দেড়শত কোটি সন্তান। কোন সন্তানের বলিদান বিফলে যাবে  না। ধন,ধান্য, পুষ্পে, মেধায় ,নূতন যৌবনের দূত আরও কত র সম্ভার তোমার কোলে।  এভাবে চলে যাবে না,যেমন আছে, তোমার একান্নবর্তী পরিবার তেমনই থাকবে।

আসলে জানো তো মা,ওরা ভয় পায় তোমার সংসার দেখে। এত বড় সংসারের কাজ তুমি গণতন্ত্রের মাধ্যমে সামলাও কি ভাবে, কিভাবে এত মেধাবী সন্তানের জন্ম তোমার ওই রত্ন গর্ভে।

কয়েক হাজার বছর থেকে তোমার উপর এত উপদ্রব,এমন কি ধনরত্ন লুঠপাট সত্বেও তোমার এত সম্পদ থাকে কিভাবে,এও এক গাত্রদাহ।

একসাথে এত সন্তানের চলে যাওয়া ,তোমার বাকি সন্তানদের মোনবল আরও শক্তিশালী করেছে।
একদম  ভেবো না। ওরা জ্বলন্ত অঙ্গার এ হাত দিয়েছে ,হাত ওদের পুড়বেই।

তুমি যেমন আছো,তেমনই থাকবে। তুমি আমাদের চির সবুজ জননী। তোমায় বার্ধক্য তে পৌঁছতে দেব না। তুমি সেই রত্ন খচিত মুকুটে,গলায় চন্দ্র মালায়,চরণে নূপুরেই সজ্জিত থাকবে। চিন্তা কোরোনা মা।

ভয় কী তোমার? আমরা তোমার দেড়শত কোটির বেশি সন্তান সন্ততি আছি। সবাই মিলে এক হোয়ে হাত লাগাব কাজে। এই সময় কেউ কাউকে দোষারোপ করব না। কথা দিলাম। নিজেদের মধ্যে ঝগড়া করব না। অন্যদের সুযোগের অপেক্ষা য় থাকতে দেব না। কথা দিলাম...
ভালো থেকো মা।
                       ইতি,
তোমার দেড়শত কোটি ছেলে,মেয়ে।।।

No comments:

Post a Comment