Saturday 27 April 2019

মনকেমনের রাতে

মন কেমনের রাতে

#মৌসুমী
মন কেমনে ,মনের আকাশ  দেখো মেঘলা,
সূর্য বুঝি ডুব দিয়েছে, তোমায় রেখে একেলা!

দেখা হলে দুষ্টু কে দিও  কষে খুব বকে!

জানতে চেও ,রোদকে  কেন তুলেছে সে  তাকে?

টুপটাপ শিশির শব্দে খোলে ঊষা তোরণ,
জেনেও বুঝে ও বুঝি তোমার নেই তো স্মরণ!

লুকালে ,জানো তো হারাবে সব আলো,

অচেনাকে চিনে নিতে মোছাও সকল কালো।

দেখ ঐ ,তারারা বসে মন খারাপের রাতে,
গোঁসা  পুষে রেখো না  আর নতুন প্রভাতে ।

তুমি রাগ করেছ, তাই তো চাঁদ হাসেনি আকাশে,

সত্যি বলছি তোমায় ছাড়া একলা , মলয় বাতাসে।

আকাশও আজ, একলা বসে কাঁদে নিশীথ রাতে,
  তুমি হেসে তোরণ ,যেন খুলে দিও নবীনপ্রাতে।

আজকে তুমি মেঘলা ,কালকে এসো ঝলমলিয়ে,

তোমার আশায় ভাসবে নব হরষে  ঝকমকিয়ে ।।।।

No comments:

Post a Comment