Saturday 27 April 2019

মাণিক আমার ওরে

মাণিক আমার ওরে

#মৌসুমী
চাঁদ টা কেন বাড়ে কমে সূয্যি কেন ওঠে,প্রশ্নের চোটে,
খোকারা আজ কয় না কথা মায়েরা কান্না চাপে ঠোঁটে।

মায়েদের সেই শিক্ষার বুলি,
আজকে ওই ওঁদের ভরেছে ঝুলি।

তাই তো তাঁরা বক বকানি কম করে,
অনেক দিন না দেখার পরে হঠাৎ দেখা
,মা বলে মাণিক আমার ওরে।

ভয় করো কেন মা গো,আমি তোমার ছেলে,
আমায়  যখন তখন ডেকো, তোমার হঠাৎ কান্না পেলে।।

সকাল সাঁঝে  মন কেমনের ছলে,
আমিও খানিক ঘুরে এলাম
ছেলের ছোট্ট বেলার কালে।

No comments:

Post a Comment