Thursday 28 March 2019

অবেলায় এসেছ

অবেলায় এসেছ

#মৌসুমী
নয়ন সম্মুখে কে বলে তুই
নাই?
হৃদয়ের মাঝে যে চিরকাল তোর
ঠাঁই।
                 .... ... ... ... ...
যখন ভাবি যেমন ছিলিস তেমন
থাকিস,
মনে হয় এও অনেক হয়েছে আর কিছুই বলার নেই , যখন পিছন
ফিরিস !

বলা কথা গুলোও মনে হয় ,হয়নি বলা
শেষ,
বলতে গেলে গুলিয়ে ফেলি,অভিমানে দলা পাকিয়ে, ফুরায় কথার
রেশ।

কেও কথা রাখেনা ! রেখেছেও যতনে
রোপণে,
যদি মনে পড়ে ফিরে দেখিস ,যাচাই করিস
ওই স্বাতী নক্ষত্রর দিকে, শুধাস
গোপনে।

ভাবনারা আজ হারিয়ে যায় বাউন্ডুলের
পথে,
ভাবতে বসে আকাশ কুসুম কল্পনার ,রোদন ভরে বসন্তের উদাস হাওয়ায়  চিকনপাতার
রথে।

এমন দিন ক্ষণ বাঁধবে না বুঝি কী আর
আশার ঘরে?
তুই যখন সামনে থাকিস অনেক অভিমানে ,কত না  কথা সাজিয়ে রাখা
থরে থরে।

তুই সামনে থাকলে অনেক কথা বলতে চাই এক্ষুণি
এই মুহূর্তে,
আজ,
তোর ফিরে আসার অপেক্ষায় অরুন্ধতীর
জোছনা ভরা ...
দিঘল চোখে আঁধার ঘরে ঘুম না আসা
রাতে।।

No comments:

Post a Comment