Thursday 28 March 2019

উতল হাওয়া

উতল হওয়ায়..
চমকে চাওয়ায়।

হলদে শাড়ী পলাশ রাঙা পাড়ে ..
বাসন্তীরা হুড়মুড়িয়ে এলো বুঝি ঘরে।
ছড়িয়ে সুবাস পারুল ,জারুল..
দাঁড়িয়ে দেখি মেঘের ভেলায় একলা বাউল।

সেই সে কোন ভোরে কৃষ্ণচূড়া র ডালে ..
কোকিল তানে বিকেলবেলা বুকে ঢেউ লাগালে।
শিমূল শুনে ই রঙিন বসন্তকে বলে..
আয় চলে আয় রং এ ভিজব সকলে।

নীলদিগন্তে উদাসী হাওয়ার পথে..
রঙিন হয়ে চেপে  কচিপাতার রথে।
খোঁপায় পলাশ বেঁধে,পলাশ পাড়ে..
বসন্ত যে এত রঙিন হুঁশ এলো লেখা পড়ে।

হলুদ শাড়ি, এলো চুলে দখিন বায়ে..
হেঁটে চলে পথে পথে ঝরাপাতা গেয়ে।
সেই ই সে কালের আজও পলাশ পাড়ে..
সেদিন থেকে আজও  লাবণ্য কে দেখে একনাগাড়ে।।।।
          #মৌসুমী।

No comments:

Post a Comment