Thursday 28 March 2019

বৃষ্টি ধোয়া

বৃষ্টি ধোয়া চোখে..
পলক হীনা মেঘে।

চোখের, এত  কোণ এবং দিকের উৎকৃষ্টতা মনকে সমৃদ্ধ করল।
এত ঝঞ্ঝা র মাঝে এক পলকে, একপশলা বৃষ্টি যেন এলো।।

চোখের ভাষা,পড়ে,দেখে,উচ্চারণে র শব্দ শুনে ,ছন্দ আবরণের পরী।
অমূল্য একটি উপহার ; একথা বলতে পারি।।

বন্ধু , শত্রু  চোখের লেখা পড়বে মেয়ে এবং ছেলে ।
মেঘলা দিনে চেয়ে রবে, হঠাৎ বৃষ্টি এলে।।

চোখের ভাষায় ভাসবে, অকারণ হোলে।
তোমার ভালোবাসায় ,তোমায় হঠাৎ মনে এলে।।

এতো লেখার মাঝেও ,এই লেখার চয়ণ খানি।
যত্নে , দেখব তোমার ভালোবাসার চোখের চাহনি।।
                        #   মৌসুমী।।

No comments:

Post a Comment