Thursday 28 March 2019

বাজল ব্যথা

বাজল ব্যথা
#মৌসুমী
সুরের টানে হঠাৎ জেগে ভোর রাতে,
ভৈরবী আজ মিশে গেছে ললিত রাগে।।

একপিঠ এলোচুল ,ভোরের স্নানে  রাঙা কপোল,
চোখবুজে অন্য মনে ভৈরবী শেষে,ভাঙল আগোল।।

মায়ের কান্না ভেজা চুমেছে আলতো ঠোঁটে,
বাজল  যখন , আঙুল তিনটি বিশ্ব তটে।।

তান পুরাতে কি গানখানি বেঁধেছিল এই মেয়ে সেদিন?
শুনতে পাওয়ার আশায় বেঁধেছি তার, বিষম তানে সুরে রঙিন।।

অনেক ভালোবাসার অনেক বলার সুখ তোর সাথে!
চলার পথে ভুলে  না যাস বকুলফুল:   নিশীথ রাতে।।

ভাষার টানে গানের তানে হঠাৎ চমকে চাওয়ায়;
হয়ত আবার দেখব এলোচুলে  উদাস হাওয়ায়।।

সাঁঝবাতির অন্যমনের  সেই রূপকথারা !
ফিসফিসিয়ে বলবে যত ওই পারের ও...ই চুপকথারা।।

সুখে ,কান্নার সানাই সুরে ধন্যা।
অন্ধকারে উৎসারিত আলোর বন্যা।।

No comments:

Post a Comment