Thursday 28 March 2019

নারী

নারী

#মৌসুমী
যে মেয়েটা,গর্ভেই ভ্রূণ পরীক্ষায় ; জীবনে ইতিমধ্যে "ইতি " টেনেছিল! কিংবা জানবার পরেও মা এর গর্ভে আধ পেট খাবারেরও  আধপেট খেয়েছিল:  সংসার এভাবেই , হ্যাঁ এভাবেই অপুষ্টি জনিত রোগে ভুগিয়ে মারতে চেয়েছিল!

কিংবা একটু হেলা ছেদ্দা করে,   চোদ্দ বছর হোতে না হতেই অপয়া কে এক অকেজো অপদার্থ  ছেলের গলায় ঝুলিয়ে দিয়ে ছিল?
শ্বশুরবাড়ির গঞ্জনা লাঞ্ছনা,অত্যাচার নামক ; নিত্য দিনের খাদ্য গ্রহণ করতে করতেই নাবালিকা গর্ভবতী হয়ে গেল ! পরপর কন্যা হওয়ার অপরাধে ,পুত্রের আশায় ,জরায়ু টাকে ঝাঁঝরা করে ,  নিংড়ে নিয়ে ; স্বামী পরিত্যক্ত হয়ে  , নিজেই বাঁচার চেষ্টা করল, মেয়েদেরও মানুষ হোতে শেখাল ?
ইতি টানতে চাওয়া!!!
কোনো মেয়ে আজ লেখাপড়া শিখে,আবার কোনজন খেলাধূলা তে,এমনকি সুগৃহিনীও  হলো!

গর্বিত হয়ে বলে, তাঁরা কন্যা রত্ন! সেই বাতিল রেখা  টানা মেয়েরাই ,বাধায় বাঁধা না থেকে : 
নিজের গর্ভ কে সম্মান দেখিয়ে , বর্তমানে
" শ্রীচরনেষু॥
শ্রীচরনেষু র অর্থ, পুরুষের তুলনায় কয়েকগুণ বেশী ধৈর্য্য ও সহ্যের  সমাহার !! বিস্ময়ে তাকাই চারিধার??
সুতরাং,
এক আকাশ আশা +ধৈর্য্য  +সহ্য +আত্মসম্মান = শ্রীচরনেষু মা.....

No comments:

Post a Comment