Saturday 6 May 2017

আমাদের অঙ্গনে 

শিপ্রা নদীর ধারে বসত ও গো চির উজ্জয়িনী -
কালের ধারক -বাহক সিংহস্থ মহাকুম্ভ ,
বৈশাখ সূর্য -মেঘ রাশি স্থাপন -চন্দ্র তুলায় বসি -
তুঙ্গে বৃহস্পতি -সিংহে স্নাত দ্বাদশ দম্ভ। 

তব পরিচয়তে ধ্রুপদ -পালি ভাষা সংস্কৃতে -
সমৃদ্ধ চালে -চলনে কালিদাস মেঘদূতে ,
সেথায় নগর নটীর বসন মেখলায়  মেঘ -
পরশ আনে দাবদাহের পরে স্নিগ্ধ বৃষ্টি বিন্দুতে।

মৃচ্ছকটিকম নাগরী উজ্জয়িনী বসন্তসেনা -
প্রেমে প্রেমে ঢালো ধারা মর্দনিকায় বিভোর ,
বেদ শ্রেষ্ঠ ঋক কালিদাসের অপ্সরা -ঊর্বশী -
বাস্তব ইতিহাসে নেড়েছে কড়া বিরহ মেদুর। 

শক্ত হাতে ভার শাসন দিশায় বিদিশার -
অশোক -দেবী সূত্রে গেঁথেদিলো সংঘমিত্রায় মাহেন্দ্রক্ষণ ,
মহাভারত -রামায়ণ -বিক্রমাদিত্য বেতাল কাহিনী -
মধুময় নীতিশিক্ষায় মুগ্ধতায় ইতিহাস দন্ডায়মান। 








No comments:

Post a Comment